শিল্পী কালিদাস কর্মকার মারা গেছেন

শিল্পী কালিদাস কর্মকার মারা গেছেন

একুশে পদক প্রাপ্ত শিল্পী কালিদাস কর্মকার মারা গেছেন। ১৮ অক্টোবর, শুক্রবার দুপুরে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

শুক্রবার দুপুরে ঢাকার বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

 

শিল্পী কালিদাস কর্মকার এদেশের একজন বরেণ্য চারুশিল্পী। তার একক চিত্র প্রদর্শনীর সংখ্যা এ দেশের চারুশিল্পীদের মধ্যে সর্বাধিক। দেশে-বিদেশে এই শিল্পীর ৭১টি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

১৯৪৬ সালের ১০ জানুয়ারি ফরিদপুরে জন্ম নেয়া কালিদাস ১৯৬৯ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে স্নাতক ডিগ্রি নেন। তার আগে তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করেন।

 

১৯৭৬ সাল থেকে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে দেশে-বিদেশে কাজ করে আসছিলেন তিনি। এ ছাড়া তিনি বহু আন্তর্জাতিক দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহন ও আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন।

 

 

 

 

ছবিঃ সংগৃহীত