বাংলাদেশী ছবি, ফটোগ্রাফার, ইভেন্টসহ ফটোগ্রাফি বিষয়ক সংবাদ নিয়ে আমারপিক্স.কম নেটওয়ার্কে 'ছবির খবর' প্রকাশিত হয়। আমাদের উদ্দেশ্য সারা বিশ্বে বাংলাদেশী ফটোগ্রাফারদের অর্জন সম্পর্কিত তথ্যসমূহ একটি নির্দিষ্টস্থানে প্রকাশ করা এবং আর্কাইভ আকারে সংরক্ষন করা। এছাড়াও দেশের ভিতরে এবং দেশের বাইরে আয়োজিত ফটোগ্রাফি কনটেস্ট, অনলাইন ছবি প্রদর্শনী, ফটোগ্রাফি কর্মশালাসহ বিভিন্ন ফটোগ্রাফি ইভেন্ট সম্পর্কিত তথ্যসমূহ বাংলাদেশী ফটোগ্রাফারদের জন্য প্রকাশ করা হয়। বর্তমানে দেশী-বিদেশী জনপ্রিয় পত্রিকা থেকে ফটোগ্রাফি সংক্রান্ত খবর সংগ্রহ করে সোর্স উল্লেখ করে প্রকাশ হয়, আশা করা যায়, খুব শীঘ্রই নিজস্ব তথ্যসূত্র থেকে খবর প্রকাশ করা সম্ভব হবে।। ছবির খবর’ দেখতে ক্লিক করুন।

 

আমারপিক্স.কম সাইটে শিক্ষাঙ্গন, সংগঠন এবং বানিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যমান/ঘোষিত ‘ফটোগ্রাফি কমিটি’র তথ্য প্রকাশ করা যায়। এতে যে সুবিধাগুলো যুক্ত করা হয়েছে-

 

  • সদস্যদের নাম, ছবি, পদবী, মেয়াদকাল উল্লেখ করে সংগঠনের বর্তমান/চলতি ‘কমিটি’র তথ্য প্রকাশ করা যায়।

 

  • সদস্যদের নাম, ছবি, পদবী, মেয়াদকালসহ পুরোনো সবগুলো ‘কমিটি’র তথ্য বাৎসরিক ভিত্তিতে স্বতন্ত্রভাবে প্রকাশ করা যায়।

 

  • কমিটির নোটিস/ঘোষনাসমূহ পোস্ট করা যায়।

 

  • ভবিষ্যতে তৈরীকৃত কমিটি ডাউনলোড এবং প্রিন্ট করা যাবে।

 


 

কমিটি তৈরী করতে ফটোগ্রাফি পেইজ এডমিন প্যানেলের  [আমাদের কমিটি] বাটন ক্লিক করুন

 

১ম অংশ (সংগঠন তথ্য)

প্রদর্শিত ফরমে ফটোগ্রাফি সোসাইটি/সংগঠনের লোগো, নাম, প্রতিষ্ঠাকাল এবং এবাউট লিখে সাবমিট করুন।

 


 

২য় অংশ (কমিটি তথ্য)

কমিটির সদস্যদের তথ্য ২ভাবে সাবমিট করা যায়।

 

১। স্বয়ংক্রিয়ভাবে

কমিটির যে সকল সদস্যের Amarpix.com সাইটে একাউন্ট রয়েছে; তাদের ‘মোবাইল নম্বর’ ফরমে সাবমিট করলে সিস্টেম স্বয়ংক্রিয় উপায়ে উক্ত সদস্যকে অনলাইনে নোটিশ আকারে আমন্ত্রন পাঠায়। আমন্ত্রিত সদস্য Amarpix.com সাইটে লগইন করে নোটিশটি অনুমোদনের পর তার নাম, ছবি এবং পদবী ‘কমিটিতে’ প্রকাশ করা হয়। এক্ষেত্রে কমপক্ষে ৫জনকে আমন্ত্রনের পর উক্ত ৫জন আমন্তন গ্রহন করলে কমিটি উন্মুক্তভাবে সাইটে প্রকাশ পায়। স্বয়ংক্রিয় উপায়ে সদস্য যুক্ত করলে পেইজ ভিজিটরগন অনলাইনেই উক্ত সদস্যের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

 

২। টাইপের মাধ্যমে/হাতে পূরনকৃত

Amarpix.com সাইটে কমিটি সদস্যের একাউন্ট না থাকলে নাম, পদবী, ছবি এবং অন্যান্য তথ্য হাতে পূরন করা যায়। এক্ষেত্রে সদস্য যুক্ত করার পর উক্ত সদস্যের নাম তার অনুমোদন ছাড়াই সরাসরি কমিটিতে প্রকাশিত হবে।

 


 

এছাড়াও কমিটির পক্ষ থেকে সদস্যদের জন্য নোটিশ পোস্ট করা যায়, যা পেইজ প্রোফাইলে কমিটির সাথে প্রকাশ হবে। অনুগ্রহ করে বর্তমান কমিটি দিয়ে শুরু করুন এবং পরে পূর্বের কমিটিগুলোর তথ্য বছর অনুযায়ী সাবমিট করুন।

 

মানুষ নিশ্চয়ই এমন ডাক্তারের উপর নির্ভর করে না, যিনি একই সাথে দাতেঁর, চোখের, মস্তিস্কের, হার্টের, হাড়ের, মনের চিকিৎসাসহ সকল অসুখের চিকিৎসা করেন। শরীরের পৃথক পৃথক অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যার জন্য আমরা বিশেষায়িত ডাক্তারের কাছে যাই, কারন তিনি বিষয়টি সম্পর্কে বিশেষজ্ঞ। সকল ডাক্তারই ডাক্তার, কিন্তু সবাই সব বিষয়ে দক্ষ নন। একজন ফটোগ্রাফারের ক্ষেত্রেও তাই। একজন ফটোগ্রাফারের কাজ, পছন্দ, দক্ষতা এবং অভিজ্ঞতা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে তাকে অভিজ্ঞ করে তোলে। আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত সদস্যগন তাদের ব্যক্তিগত পছন্দের ফটোগ্রাফি বিষয়সমূহ প্রকাশ করতে পারেন। এছাড়াও সাইট ভিজিটরবৃন্দ বিভিন্ন বিষয়ে বাংলাদেশী অভিজ্ঞ ফটোগ্রাফারদের ছবিসমূহ দেখে বিষয় ভিত্তিক ছবি তোলায় আগ্রহী এবং এ সম্পর্কে প্রাথমিক ধারনা পেতে পারেন। ভবিষ্যতে বিভিন্ন ফটোগ্রাফি বিষয়ে ছবি তোলার জন্য প্রয়োজনীয় টিপস, অভিজ্ঞতা, কাজের স্যাম্পল, ফটোগ্রাফি এক্সেসরিজ; ইত্যাদি সম্পর্কে ফটোগ্রাফারগন অভিজ্ঞতা এবং মতামত প্রদান করতে পারবেন।

১৮ কোটি মানুষের বাংলাদেশে যদি ১% মানুষও ফটোগ্রাফির বিষয়ে আগ্রহী হয়, তবে তার সংখ্যা প্রায় ১৮লক্ষ। ক্যামেরার সহজলভ্যতা; বানিজ্যিক, সামাজিক ও রাস্ট্রীয় জীবনে ছবির প্রয়োজনীয়তা এবং ডিজিটাল লাইফ স্টাইলের কারনে ছবির প্রতি আগ্রহী মানুষের এই সংখ্যা এবং নির্ভরতা দ্রুত হারে বাড়ছে।

 

ফটোগ্রাফিতে আগ্রহী এই বিশাল সংখ্যার মানুষকে ঘিরে প্রতিদিন/সপ্তাহ/মাসে/বছরে অসংখ্য কর্মকান্ড পরিচালিত হয়, যেমন- ফ্রিল্যান্স ফটোগ্রাফি, ফটো কনটেস্ট, একজিবিশন, ফটোওয়াক, কর্মশালা, সেমিনার, র‌্যালি, মডেল/প্রোডাক্ট ফটোশ্যুট, ফটোগ্রাফি ট্রেনিং, ফটোগ্রাফি বিষয়ক কনটেন্ট তৈরী, প্রশ্নোত্তর অথবা টিপস প্রদান, ফটো এডিটিং/ম্যানুপুলেশন, ছবির ভিডিও তৈরী, ছবির কপিরাইট সম্পর্কিত সমস্যা, ক্যামেরা/এক্সেসরিজের রিভিউ তৈরী, ক্যামেরা ক্রয়/বিক্রয়/সার্ভিস সেন্টার, স্টুডিও ব্যবসা, ইত্যাদিসহ আরো অনেক বিষয়। ফটোগ্রাফি এমন একটি সম্ভাবনাময় বিশাল বাজার, যেখানে শুধুমাত্র “ছবি তোলাই” একমাত্র কাজ নয়।

 

আকর্ষনীয়, সম্মানজনক এবং নির্ভরযোগ্য পেশা হিসেবে বর্তমানে অনেকেই ফটোগ্রাফিকে বেঁছে নিতে আগ্রহবোধ করেন।  সৃষ্টি হচ্ছে ফটোগ্রাফি বিষয়ে নতুন নতুন কাজের ক্ষেত্র, কারন অনলাইন এবং স্মার্টফোনের কারনে অবস্থান এবং দূরত্ব এখন কোনো বিষয় নয়। AmarPix.com ফটোগ্রাফি বিষয়ে প্রচলিত কাজগুলোর পাশাপাশি ভবিষ্যত চাহিদা অনুসারে নতুন নতুন কাজের ক্ষেত্র অনুসন্ধানে কাজ করছে। আমাদের সাইটে নিবন্ধিত যে কেউ ফটোগ্রাফি বিষয়ে তার আগ্রহ জানাতে পারেন, যা হয়তো ভবিষ্যতে নতুন সম্ভাবনার দুয়ার খুঁলে দেবে। এ বিষয়ে আরো দেখুন

আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত সদস্যদের পোস্টকৃত/প্রকাশিত ছবির এনগেজমেন্ট এবং ফটোগ্রাফারদের কার্যাবলীর ভিত্তিতে AmarPix System মাসিক-সাপ্তাহিক সেরা ২০ ছবি, জনপ্রিয় ২০ ফটোগ্রাফার এবং সক্রিয় ২০ ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করে।

 

সেরা ছবি

পূর্ববর্তী মাস এবং সপ্তাহে একটি ছবির প্রাপ্ত ‘পয়েন্টের’ ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে AmarPix.com নেটওয়ার্কের ‘সাপ্তাহিক/মাসিক সেরা ২০টি ছবি’ নির্বাচিত হয়। এডিটর চয়েজ,  প্রাপ্ত রেটিং, ডাউনলোড এবং ক্লিক নির্দিস্ট কোনো ছবির ‘পয়েন্ট’ প্রাপ্তিতে সহায়তা করে।

 


 

জনপ্রিয় ফটোগ্রাফার

পূর্ববর্তী মাস এবং সপ্তাহে এই নেটওয়ার্কে একজন ফটোগ্রাফারের ফটোগ্রাফি বিষয়ে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সাপ্তাহিক-মাসিক জনপ্রিয় ফটোগ্রাফার স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হয়। যে বিষয়গুলো জনপ্রিয় ফটোগ্রাফার নির্বাচনের ভূমিকা রাখে....

 

  • পোস্টকৃত ছবির ইউনিক ডাউনলোড
  • নিজের প্রোফাইলে রিভিউ প্রাপ্তি
  • ফটো কনটেস্টে ছবি জুরি নির্বাচিত হলে
  • ফটো/ক্যাপশন কনটেস্টে বিজয়ী হলে
  • ফটো কনটেস্টে প্রদত্ত ছবি ১-১০ এ থাকলে
  • ক্যাপশন কনটেস্টে ১-১০ এর মধ্যে থাকলে
  • ছবি এডিটর পছন্দ হিসেবে নির্বাচিত হলে
  • ফটো কনটেষ্টে নিজ ছবিতে প্রাপ্ত ভোট
  • নিজের প্রোফাইল ভিউ হলে
  • পোস্টকৃত ছবিতে ক্লিক পেলে
  •  সদস্যের প্রকাশিত সমস্ত ছবিতে প্রাপ্ত মোট স্কোর

 


 

সক্রিয় সদস্য

আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত সদস্যদের পূর্ববর্তী মাসে এবং সপ্তাহে বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সাইটের সাপ্তাহিক-মাসিক ‘সক্রিয় সদস্য’ স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়। যে বিষয়গুলো সক্রিয় ব্যবহারকারী/সদস্য নির্বাচনের ভূমিকা রাখে-

 

  • আমারপিক্স সাইটে ছবি আপলোড
  • অন্যের ছবিতে রেটিং প্রদান
  • অন্যের প্রোফাইলে রিভিউ প্রদান
  • ফটো/ক্যাপশন কনটেস্ট, প্রদর্শনীতে অংশগ্রহন
  • ফটোওয়াক, ফটোগ্রাফি প্রদর্শনীতে অংশগ্রহন
  • সাইটের ফটোগ্রাফি ইভেন্টে ভোট প্রদান
  • ফটোগ্রাফি পেইজে/গ্রুপে কার্যাবলী
  • পছন্দের ফটোগ্রাফি পেশা নির্বাচন
  • পছন্দের ফটোগ্রাফি বিষয় নির্বাচন
  • ফটোগ্রাফি পেইজ ভিউ
  • জরুরী তথ্যে রিভিউ প্রদান

 

৮ বিভাগ ফটোগ্রাফি

AmarPix.com নেটওয়ার্কে পোস্টকৃত সকল ছবি এবং ফটোগ্রাফারদের ৮টি বিভাগে ভাগ করে প্রাপ্ত পয়েন্ট এবং স্কোরের ভিত্তিতে এই সেকশনে প্রকাশ করা হয়। বিভাগীয় সেরা ছবি এবং ফটোগ্রাফার লিষ্ট ক্রম অনুযায়ী প্রকাশ করা হয়। প্রতিটি বিভাগে কোন জেলাগুলো এগিয়ে আছে তা প্রকাশ করা হয। খুব শীঘ্রই ছবির খবর এবং বিভিন্ন ইভেন্টসহ ফটোগ্রাফি সংক্রান্ত তথ্যসমূহ ‘বিভাগ’ ভিত্তিতে প্রকাশ হবে।

 


 

৬৪ বিভাগ ফটোগ্রাফি

ছবির প্রাপ্ত পয়েন্ট এবং ফটোগ্রাফারদের প্রাপ্ত স্কোরের ভিত্তিতে ৬৪ জেলায় ভাগ করে এই সেকশনে প্রকাশ করা হয়। ফটোগ্রাফার তার জেলা নির্বাচন করলেই শুধুমাত্র তিনি এবং তার ছবি এই হিসাবের আওতায় আসবেন। শীঘ্রই প্রতিটি জেলার ‘ছবির খবর’ এবং বিভিন্ন ইভেন্টসহ ফটোগ্রাফি সংক্রান্ত তথ্যসমূহ ‘জেলা’ ভিত্তিতে প্রকাশ হবে। এছাড়াও প্রতিটি জেলার আওতাধীন থানাগুলোর ছবি এবং ফটোগ্রাফারদের প্রকাশের কাজ চলছে।

 

আমারপিক্স.কম নেটওয়ার্কে একজন ফটোগ্রাফার তার তোলা ছবির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন এবং ব্যক্তি জীবনে ফটোগ্রাফার হিসেবে অর্জিত সম্মাননাসমূহ ক্রমানুযায়ী তারিখসহ প্রোফাইলে লগ আকারে প্রকাশ করতে পারবেন। ভিন্ন ভিন্ন ইভেন্টে ‘একটি ছবির’ অর্জিত  প্রতিটি  তথ্য স্বতন্ত্রভাবে যুক্ত করা যাবে।  এর মাধ্যমে একজন ফটোগ্রাফারের তোলা সেরা এবং জনপ্রিয় ছবিগুলোর  ইতিহাস তৈরী করা সম্ভব হবে। বর্তমানে ৪টি বিষয়ের অর্জন সম্পর্কিত তথ্য প্রকাশ করা যায়-

 

১। ফটো কনটেস্ট বিজয়

আপনার যে ছবিগুলো বিভিন্ন অনলাইন অথবা অফলাইন ‘ফটোগ্রাফি কনটেস্টে’ বিজয়ী হয়েছে তা তথ্যসহ পোস্ট করতে পারবেন। যদি কোনো ছবি একাধিক ফটো কনটেস্টে বিজয়ী হয়, তাও একসাথে প্রকাশ করা যাবে। প্রতিটি তথ্য নির্দিষ্ট ছবির সাথে স্বতন্ত্রভাবে যুক্ত হবে। 

 


 

২। দৈনিক-সাপ্তাহিক সেরা ছবির সম্মাননা 

দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক সেরা ছবি অথবা নির্দিষ্ট কোনো বিষয়, সামাজিক অথবা কর্পোরেট ইভেন্ট, ট্যুরের সেরা ছবির সম্মাননা পাওয়া ছবিগুলো প্রয়োজনীয় তথ্যসহ প্রকাশ করতে পারবেন।

 


 

৩। ফটোগ্রাফার হিসেবে সম্মাননা প্রাপ্তি

ফটোগ্রাফার হিসেবে বিভিন্ন সংগঠন অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রাপ্ত সম্মাননা/এওয়ার্ড সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারবেন।

 


 

৪। ছবি প্রদর্শনীতে অংগ্রহন

আপনার যে সকল ছবি অনলাইন অথবা অফলাইন বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে, তা প্রয়োজনীয় তথ্যসহ প্রকাশ করতে পারবেন। 

 

0.0806
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>