ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার পেলেন ২ বাংলাদেশি

ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার পেলেন ২ বাংলাদেশি

ন্যাশনাল জিওগ্রাফিকের (ন্যাটজিও) ট্রাভেল ফটোগ্রাফিবিষয়ক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন দুই বাংলাদেশি তানভীর হাসান রোহান ও মঈন আহমেদ।

 

ন্যাটজিওর নিজস্ব ওয়েবসাইটে পুরস্কৃতদের নাম ও ছবি তুলে ধরা হয়েছে।

 

প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে ন্যাটজিও।নেচার, সিটিজ ও পিপল- এই তিন বিভাগে বিজয়ী ঘোষনা করা হয়।প্রতিটি বিভাগেই প্রথম তিন বিজয়ীর পাশাপাশি পিপলস চয়েস ও অনারেবল মেনশন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

 

ন্যাটজিও জানায়,‘ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার কনটেস্ট-২০১৭’ পিপল বিভাগে দুজন বাংলাদেশি পুরস্কার পেয়েছেন।তানভীর হাসান রোহান ‘পিপলস চয়েস’ বিজয়ী হয়েছেন।মঈন আহমেদ পেয়েছেন ‘অনারেবল মেনশন’।

 

রোহানের ছবির শিরোনাম ‘স্যান্ড পোর্টার’ আর মঈন আহমেদের ছবির নাম ‘দ্য ম্যান’স স্টেয়ার।

 

 

সূত্র: দৈনিক আমাদের সময়, ০৩ আগস্ট ২০১৭