সনির মোবাইলে এবার ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

সনির মোবাইলে  এবার ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

সনি স্মার্টফোন বাজারে উন্নত মানের ক্যামেরা সেন্সর তৈরির ক্ষেত্রে আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে।

 

সনি আইএমএক্স৫৮৬ সিএমওএস নামে নতুন মডেলের ইমেজ সেন্সর আনার ঘোষনা দিয়েছে। সেন্সরটি স্মার্টফোনে যোগ করা হলে ৪৮ মেগাপিক্সেলের ছবির রেজুল্যেশন হবে (৮০০০x৬০০০)পিক্সেল এবং সেন্সরে ব্যবহৃত প্রতিটি পিক্সেলের আকার হবে ১/২ টাইপ (০.৮ মাইক্রোন)।ডিজিটাল জ্যুমে HD ছবি তোলা যাবে।

 

প্রতিটি পিক্সেলের জন্য সেন্সরটি কোয়াড বেয়ার কালার ফিল্টার ব্যবহার করবে। এতে কম আলোতেও নয়েজ হবে না। এ বছরের সেপ্টেম্বরে এই সেন্সরটি বাজারে আসার কথা রয়েছে। তবে এর আগেই সনির প্রিমিয়াম স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড৩ ফোনে সেন্সরটি দেখা যেতে পারে।

 

 

সূত্রঃ এনডিটিভি.কম

ছবিঃ সংগৃহীত