ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘তৃতীয় চোখের গল্প’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘তৃতীয় চোখের গল্প’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) ক্যাম্পাসে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। আইইউবি ছাত্র-শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের তোলা আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর আয়োজক ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাব।

 

প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩৫ জন আলোকচিত্রীর ৪৭টি আলোকচিত্র। ‘তৃতীয় চোখের গল্প’ শীর্ষক এ প্রদর্শনীতে উঠে এসেছে আলোকচিত্রীদের চোখে জীবন ও যাপনের নানা সুন্দর মুহুর্ত, আবার উঠে এসেছে নানা অসংগতির গল্পও। মঙ্গলবার সকালে প্রদশর্নীর উদ্বোধন করেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মিলান প্যাগান।

 

 

প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় এলিট পেইন্ট। প্রদর্শনী শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। খোলা থাকবে প্রতিদিন। খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 

 

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ