বাণিজ্যমেলায় ছবি আঁকা !

বাণিজ্যমেলায় ছবি আঁকা !

বাণিজ্যমেলায় ঘোরাঘুরি আর কেনাকাটার জন্য আসছেন সবাই। তবে এরই ফাঁকে নিজের স্মৃতি ধরে রাখতে ছবি তোলার পাশাপাশি চিত্রশিল্পীদের দিয়ে নিজের ছবি আঁকিয়ে নিচ্ছেন অনেকে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ১৫ থেকে ২০জন শিল্পী মেলার প্রধান ফটকের সামনের চত্বরে বসে দর্শনার্থীদের ছবি এঁকে দিচ্ছেন। মেলা শুরু পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছবি আঁকেন তারা। আকারভেদে দর্শনার্থীদের স্কেচ এঁকে দেওয়ার বিনিময়ে নেন ৩০০ থেকে ৪০০ টাকা। সাধারণত ১২ বাই ১৮ আকারের কাগজে বড় ছবি আঁকছেন তারা। আর ছোট ছবির ক্ষেত্রে ব্যবহার করছেন ৮ বাই ৪ কাগজ।

 

 

বেশিরভাগ চিত্রশিল্পীই সাদা কালো ছবি আঁকেন। তবে ভোক্তাদের অনুরোধে অনেকে রঙিন পেন্সিল ব্যবহার করে থাকেন।

 

 

রঙিন ছবির ক্ষেত্রে অনেকটা দরদাম করে ছবি আাঁকার পারিশ্রমিক ঠিক করে নেন তারা।

 

 

 

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত