চাঁদের উল্টো পিঠের ছবি দেখালো চীন

চাঁদের উল্টো পিঠের ছবি দেখালো চীন

চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনোই দেখা যায় না সেই অংশে ৩ জানুয়ারি প্রথমবারের মতো অবতরণ করে চীনা রোবটিক মহাকাশযান। একে বলা যায় চাঁদের উল্টোপিঠ (ফার সাইড)- সেখানের ভূতলের প্রথম ছবি মহাকাশযানটি।

 

 

এ ব্যাপারে চীনের মহাকাশ সংস্থা বলেছে, ৩ জানুয়ারি চাঁদের উল্টোপিঠ রোবটিক যানটি নামার পর থেকে ভালোভাবে কাজ করছে।

 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মহাকাশযানটির অবতরণের সাইটের নতুন দৃশ্য নিয়ে কতোগুলো ছবি প্রকাশ পেয়েছে। এছাড়া যেখানে যানটি অবতরণ করেছে বা অবতরণ করার সময়ের ভিডিওও ধারণ করা হয়েছে। যা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

 

চাঙ-ই ৪ নামের চীনের মহাকাশযান চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে দাবি করে চীনা গবেষকরা দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলছে, বৈশ্বিক মহাকাশ গবেষণায় চীনের এটি একটি বড় মাইলফলক। বিশাল সাফল্য পেয়েছে চীন।

 

 

ছবিঃ সংগৃহীত