চারকোল বুয়েট আর্টিষ্ট সোসাইটির ‘আকিঁয়েদের আড্ডা’

চারকোল বুয়েট আর্টিষ্ট সোসাইটির ‘আকিঁয়েদের আড্ডা’

চারকোল বুয়েট আর্টিস্ট সোসাইটি আয়োজিত দুই দিনের ‘আকিঁয়েদের আড্ডা’ শিরোনামের কর্মশালা গতকাল শেষ হয়েছে। কর্মশালায় আকাঁর নানা কৌশল শেখানো হয়।

 

চারকোলের সভাপতি নওশিন নাওয়াল জানান, শুরু থেকেই তাদের চেষ্টা ছিল নিজস্ব পড়াশোনার বাইরে এসে ভিন্ন কিছু করার। অনেকেরই ছবি আঁকার প্রতি ভালো লাগা থাকে, আবার অনেকেই ভালো ছবি আঁকতে পারেন, কিন্তু নিয়মিত আঁকা হয়ে উঠে না।  এই ভালো লাগা আর আগ্রহকে কেন্দ্র করে গড়ে ওঠে চারকোল। প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীদের নিয়ে চলে নানা আয়োজন। কখনো চারকোলের সদস্যদের আঁকা ছবির প্রদর্শনী, কখনো বা কর্মশালার মাধ্যমে হয়ে যায় ছোট পুনর্মিলনী।

 

গত দুই দিনে প্রায় ৪০ জন শিক্ষার্থী এবারের কর্মশালায় অংশ নিয়েছেন। প্রথমদিন প্রশিক্ষক ছিলেন বুয়েটের প্রাক্তন ছাত্র কার্টুনিস্ট এস কে আসিফুর রহমান ও আরিফুর রহমান।  তাঁরা কার্টুন আকাঁর বিষয়ে কিছু সাধারন কৌশল শেখান।  দীপন দেবনাথ জলরং ও তৈলচিত্র নিয়েই আলোচনা করেন দ্বিতীয় দিনের কর্মশালায়।

 

কর্মশালাটি শুধু বুয়েটের শিক্ষার্থীদের জন্য হলেও প্রদর্শনী এবং নিজের ক্যারিকেচার, লাইভ পোর্ট্রেট করানোর সুযোগ ছিল উন্মুক্ত।

 

 

সূত্র: দৈনিক প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০১৭