শাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ‘ইনকুয়েস্ট ইনসাইট-৪’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা)’ তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।

 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ এর সামনে বিকাল পাঁচটায় দুই পর্বে আয়োজিত প্রদর্শনীটির প্রথম পর্ব শুরু হয়। এছাড়া ‘ইনকুয়েস্ট ইনসাইট-৪’ এর দ্বিতীয় পর্ব ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

 

সুপা’র সভাপতি প্রভা মেহেদী জয় জানান, ‘ইনকুয়েস্ট ইনসাইট-৪ এ বাংলাদেশ, ভারত, স্পেন, ইতালিসহ ৮টি দেশ হতে প্রায় ৩৫০০ টি ছবি জমা হয়েছিল। তার মধ্য থেকে একক ক্যাটাগরিতে ৩৮টি, মোবাইল ক্যাটাগরিতে ৩৪টি এবং ফটোস্টোরি ৭টিসহ মোট ১০২টি ছবি প্রদশর্নীতে স্থান পেয়েছে।’ এই প্রদশর্নী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন