বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি অঙ্কন করবে চারুশিল্পী সংসদ

বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি অঙ্কন করবে চারুশিল্পী সংসদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি অঙ্কন করবে বাংলাদেশ চারুশিল্পী সংসদ। এটি হবে বঙ্গবন্ধুর এ যাবৎকালে হাতে আঁকা সর্ববৃহৎ প্রতিকৃতি অঙ্কন। এ প্রতিকৃতি স্থাপন করা হবে টিএসসির মিলন চত্বরের পাশে, যা প্রায় ৪ তলা বিশিষ্ট একটি ভবনের সমান। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

 

ক্যানভাসের ওপর এক্রেলিক কালারে আঁকা হবে মূল ছবি। কোনো তুলি বা অন্য কোনো মাধ্যম নয়, ফ্রেমের শরীরে রং লাগবে হাতের আঁচড়ে।এর পর অনেকগুলো টুকরো ফ্রেমের ক্যানভাসে স্বতন্ত্রভাবে একেকটি অংশ আঁকবেন ভিন্ন ভিন্ন শিল্পীরা। পরে টুকরোগুলোকে একত্রে জুড়ে দিয়ে তৈরি হবে মূল পূর্ণাঙ্গ প্রতিকৃতি। আর এ কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন দেড় শতাধিক চিত্রশিল্পী।

 

১৪ আগষ্ট দিনব্যাপী চলবে স্থাপনার কাজ, যা সম্পন্ন করা হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এরপর ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে চিত্রকর্মটি।

 

 

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত