জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল আয়োজন করতে যাচ্ছে প্রথম আর্ন্তজাতিক ও ১২তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর পৃষ্ঠপোষক ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড।

 

এ আয়োজনে দেশ-বিদেশের সেরা ২০ আকিঁয়েকে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী ও বিভিন্ন দেশের কূটনীতিকদের হাত দিয়ে পুরস্কার ও সনদ দেওয়া হবে। নির্বাচিত তিন শ ছবি নিয়ে জাতীয় জাদুঘরে আয়োজন করা হবে চিত্র প্রদর্শনী।

 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় ৩ থেকে ১৬ বছরের শিশুদের চারটি বিভাগে ভাগ করা হবে। সব বিভাগের প্রতিযোগীরা যেকোন বিষয় ও মাধ্যমে সর্বনিম্ন ১১ ইঞ্চি/১৬ ইঞ্চি আকৃতির কাগজে ছবি আঁকতে পারবে। অঙ্কিত ছবির অপর পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, পূর্ণ ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, বিদ্যালয় বা সংগঠনের নাম কম্পিউটারে কম্পোজ করে পাঠাতে হবে। সঙ্গে প্রতিযোগীর একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। অঙ্কিত দুটি ছবি পাঠাতে হবে। বাংলাদেশি খুদে আঁকিয়েরা ৩০জুলাই পর্যন্ত ছবি জমা দিতে পারবে। বিদেশি অংশগ্রহণকারীরা ৩১ আগষ্ট পর্যন্ত ছবি পাঠাতে পারবে।

 

ছবি জমা দেয়ার ঠিকানা:

জয়নুল আবেদিন আর্ট স্কুল,গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল হাই স্কুল,বাসা-২৫/১৪ সি, তাজমহল রোড, মোহাম্মদপুর।

০১৭১৬১৫৭৭৬৪ মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা যাবে।

 

সূত্র:https://goo.gl/dFG05c