পাখির দেশ বাংলাদেশ

পাখির দেশ বাংলাদেশ

বাংলাদেশের ১০০ প্রজাতির পাখির ছবি নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে প্রদর্শনী-‘পাখির দেশ বাংলাদেশ’।

বাংলাদেশ বার্ড ক্লাব আর জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ছিল গতকাল বেলা ১১টায়।জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রদশংনীতে জাদুঘরের সংগ্রহ থেকে শিল্পী কামরুল হাসানের আঁকা ছয়টি ছবি জায়গা পেয়েছে। যাতে বক-ময়ূরসহ নানা পাখি রয়েছে। আরও আছে নবম থেকে বারো শতকে তৈরি পোড়ামাটির ফলক, বিশ শতকের মাঝামাঝি সময়ের নকশিকাঁথা। এগলোরও বিষয়বস্তু পাখি।

জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

সূত্র: https://goo.gl/MjdkEh