lightsflare ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড- ২০২০
lightsflare.com এর আয়োজনে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২০।
দেশে এবং দেশে বাইরে থেকে প্রফেশনাল এবং অ্যামেচার যে কোন আগ্রহী ফটোগ্রাফার নিচের ক্যাটাগরিগুলোতে ছবি জমা দিতে পারবেনঃ
ক্যাটাগরী-
১) ট্র্যাভেল / লাইফস্টাইল / ডকুমেন্টারি / ষ্ট্রীট / পোট্রেইট
২) ওয়াইল্ড লাইফ / ম্যাক্রো
৩) ল্যান্ডস্কেপ / সিটিস্কেপ / লং-এক্সপোজার
৪) ড্রোন / এরিয়াল
৫) মোবাইল (থিম ওপেন)
এন্ট্রি ফি - প্রতি ছবির জন্যে ১ ডলার।
পুরষ্কার - ৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৫০০ ডলার ক্যাশপ্রাইজ দেয়া হবে।
১০০টি ছবি নিয়ে অনলাইন এক্সজিবিশন আয়োজন করা হবে এবং ই-সার্টিফিকেট দেয়া হবে।
ছবি জমা দেয়ার শেষ সময় - ৩১ অক্টোবর ২০২০।
বিস্তারিত দেখতে ভিজিট করতে পারেন-
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)