পথশিশুদের তুলিতে দেশের মুখ

পথশিশুদের তুলিতে দেশের মুখ

তাদের কেউ বলে ‘সুবিধাবঞ্চিত শিশু’, কেউ বলে ‘পথশিশু’। তবু থেমে থাকেনি ওদের জীবন, ম্লান হয়ে যায়নি স্বপ্ন। এখন রংতুলি নিয়ে প্রতিদিনই ছবি আঁকে ওরা। ৭২টি পথশিশুর আঁকা চিত্রকর্ম নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হলো বিশেষ প্রদর্শনী।

 

পথশিশুদের পড়ালেখা ও ছবি আঁকার জন্য এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজের কিছু শিক্ষার্থী। ২০১১ সালে তাদের প্রতিষ্ঠিত সুইচ নামের একই স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে স্থাপিত হয়েছে সুইচ বিদ্যানিকেতন নামের একটি স্কুল। সেখানে পড়ালেখার পাশাপাশি চারুকলার শিক্ষার্থীরা স্কুলটিতে ছবি আঁকাও শেখান। পথশিশুদের আঁকা ছবি এখন আলো ছড়াচ্ছে দৃক গ্যালারিতে।

 

সূত্র: https://goo.gl/I4FBt2