‘এস. এম. সুলতান- এক ভবঘুরের মহাজাগতিক পরিভ্রমন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

‘এস. এম. সুলতান- এক ভবঘুরের মহাজাগতিক পরিভ্রমন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

একজন আলোকচিত্রী শিল্পী তার বিশাল ক্যানভাসে অতীতকে ফ্রেমে বন্দি করে বর্তমানে উপস্থাপন করতে পারেন। এমনই একটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন আলোকচিত্রী নাসির আলী মামুন। তিনি এক দশক ধরে শিল্পী এসএম সুলতানের নিঃসঙ্গ পরিযাত্রা, তার উদ্দীপনা, তার আঁধার এবং তার সংগ্রামকে ফ্রেমবন্দি করে উপস্থাপন করেছেন ‘এস. এম. সুলতান- এক ভবঘুরের মহাজাগতিক পরিভ্রমন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে।

 

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীতে নাসির আলী মামুনের তোলা সর্বমোট ২৭টি আলোকচিত্র স্থান পেয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় ছিল সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীটির উদ্ধোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 

প্রদর্শনীটি চলবে ৫ অক্টোবর পর্যন্ত।সোমবার থেকে বৃহস্পতিবার  বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।

 

 

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত