ক্যামেরার ফ্রেমে ‘ভিন্নরূপে পুরুষ’

ক্যামেরার ফ্রেমে ‘ভিন্নরূপে পুরুষ’

ছবিগুলো দেখে খুব সহজেই বোঝা যায়- এগুলো রোজকার ঘরের কাজের দৃশ্য। আলোকচিত্রগুলোতে দেখা গেল জ্বরে আক্রান্ত স্ত্রীর মাথায় পানি ঢালছেন স্বামী, বৃদ্ধ মাকে গোসল করাচ্ছেন ছেলে, স্ত্রীর সঙ্গে মাছ কুটছেন স্বামী। সবগুলো আলোকচিত্রে একটি বিষয় ধরা পড়ে, রোজকার যে গৃহস্থালি কাজগুলো সাধারণত নারীরা করেন, সেগুলো করছেন পুরুষ, কেউ তাতে সাহায্যও করছেন। এমনভাবেই পুরুষকে ভিন্নরূপে উপস্থাপন করল অ্যাকশনএইড বাংলাদেশ।

 

গতকাল ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ধানমন্ডির দৃক গ্যালারিজুড়ে ছিল সেই আলোকচিত্রগুলোর প্রদর্শনী। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন দেখা যাবে এ প্রদর্শনী।

 

সূত্র: দৈনিক প্রথম আলো, ৩০ সেপ্টেম্বর,২০১৭