রূপসী বাংলা ফটো প্রদর্শনী শুরু

রূপসী বাংলা ফটো প্রদর্শনী শুরু

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরানা পল্টনে নিজস্ব মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী রূপসী বাংলা ফটো প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আলহাজ সাঈদ খোকন প্রদর্শনী উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএফইউজে একাংশের সভাপতি শওকত মাহমুদ, অন্য অংশের মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করীম প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও পৃষ্ঠপোষক জয়নাল আবেদীন রতন।

 

সারা দেশ থেকে ৫০০ ফটো সাংবাদিকের তোলা এক হাজার ১০০ ছবির মধ্যে বাছাই করে ৫৬ জন ফটো সাংবাদিকের শতাধিক ছবি পদর্শনীর জন্য চূড়ান্ত করা হয়। এই ছবিগুলোর মধ্য থেকে তিনজন ফটো সাংবাদিককে সেরা আলোকচিত্র পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রথম হয়েছেন নয়া দিগন্তের শফিউদ্দিন বিটু, দ্বিতীয় হয়েছেন ডেইলি স্টারের আনিসুর রহমান এবং তৃতীয় হয়েছেন সকালের খবরের মোহাম্মদ আসাদ।

 

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা নাগাদ প্রদর্শনী চলবে।

 

Source: https://goo.gl/JMWiAg