বলুন তো ছবিটি কেমন !!!

বলুন তো ছবিটি কেমন !!!

বলুনতো ছবিটি কেমন ?

 

অথবা যদি বলি,  “এটা ছবি নয় পেন্সিল ড্রইং” !!! নিশ্চয়ই অসম্ভব বলে মনে হবে।  কিন্তু সত্যটা হলো, আসলেই এটি হাইপাররিয়েলিস্টিক পেন্সিল ড্রইং;  একেঁছেন  ইতালির আর্টিষ্ট “দিয়েগো ফাইজো” আর তার ড্রইংটির নাম দিয়েছেন “সেন্সাজিয়োনি”।  এই পেন্সিল স্কেচটি এতটাই জীবন্ত মনে হয়, যার কারনে অনেক মানুষ প্রশ্ন করেছেন, এটি সত্যি সত্যি পেন্সিলে আকাঁ হয়েছে কিনা !!!

 

২০১২ সালে আকাঁ, এই কাজটি সম্পন্ন করতে তার ২০০ ঘন্টার মতো সময় লেগেছে, আর্টিষ্ট তার কাজের বিভিন্ন সময়ের অগ্রগতির রেকর্ডও রেখেছেন।

 

 

 

 

তার আরো কাজ দেখতে ভিজিট করতে পারেন, https://diegokoi.it/opere/