বিশ্বাস না হলেও এটি হাতে আঁকা ছবি !

বিশ্বাস না হলেও এটি হাতে আঁকা ছবি !

ছবিটি হাতে আকাঁ কিন্তু মনে হবে যেন অত্যাধুনিক কোন ক্যামেরায় তোলা হয়েছে এটি। অনেকেই প্রথম দেখে বিশ্বাস করতে পারেননি যে এটি হাতে আঁকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী চিত্রশিল্পী হেলাল শাহ এঁকেছেন এই জীবন্ত ছবিটি।

 

 

পুরান ঢাকার শাঁখারী বাজারকে নিয়ে এই চিত্রটি ৫ ফুট আনুভূমিকও ৪ ফুট উল্লম্ব ক্যানভাসে তেল রং ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন হেলাল শাহ। এই চিত্রকর্মটির আঁকার প্রস্তুতি নেয়ার উদ্দেশ্যে তিনি শাখারী বাজারে গিয়ে স্থান নির্বাচন করেন। সেখানে সারাদিন অবস্থান করে যে দৃশ্যটি তিনি ক্যানভাসে ফুটিয়ে তুলতে চান তার ছবি তুলে আনেন। ছবি তোলার পর দৃশ্যটি ক্যানভাসে স্কেচ করেন। তারপর রং তুলিতে আঁকতে শুরু করেন।

 

 

অঙ্কন ও চিত্রায়ন বিভাগ আয়োজিত বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীর তেলচিত্র বিভাগে ‘মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড’ জিতেছে এই ছবিটি। প্রদর্শনীতে অংশগ্রহনের উদ্দেশ্যেই এই চিত্রটি এঁকেছেন তিনি।

 

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত