মালালার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে তোপের মুখে কানাডার মন্ত্রী

মালালার সঙ্গে তোলা ছবি  প্রকাশ করে তোপের মুখে কানাডার মন্ত্রী

নারীশিক্ষা বিস্তারে ব্রতী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে তোলা ছবি টুইটারে প্রকাশ করে তোপের মুখে পড়েছেন কানাডার কুইবেক প্রদেশের শিক্ষামন্ত্রী জ্যঁ ফ্রাঁসোয়া রবার্জ। তোপের কারণ অবশ্য তাঁর পাশে মালালার অবস্থান নয়, কারণটা হলো মালালার মাথায় থাকা ওড়না।

 

 

প্যারিসে গত সপ্তাহে জি৭ভুক্ত দেশগুলোর শিক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে কানাডার কুইবেকের শিক্ষামন্ত্রী রবার্জ সম্মেলনে আমন্ত্রিত মালালার সঙ্গে ছবি তোলেন। মন্ত্রী ওই ছবি নিজের টুইটারে পোস্ট করেন। এর পরই সমালোচনা শুরু হয়। একজন রবার্জের উদ্দেশে মন্তব্য করেন, ‘আপনি কি তাঁকে (মালালাকে) বলেছেন যে কুইবেকে তাঁর মতো পোশাক পরা নারীদের বেশ কিছু সরকারি চাকরি করার অনুমতি নেই?’ মূলত মালালার মাথায় থাকা ওড়নাই এত সমালোচনার জন্ম দিয়েছে। কারণ কুইবেক সরকার গত মাসে একটি আইন পাস করেছে। এতে বলা হয়, বেশ কিছু খাতের সরকারি চাকরিজীবীরা কর্মক্ষেত্রে এমন কোনো পোশাক পরতে পারবেন না, যা ধর্মীয় চিহ্ন বহন করে।

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

ছবিঃ সংগৃহীত