যুক্তরাস্ট্রে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পকর্মের প্রদর্শনী

যুক্তরাস্ট্রে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পকর্মের প্রদর্শনী

নিউইয়র্কের ম্যানহাটানের আর্ট গ্যালারি সুন্দারাম ট্যাগর চেলসিতে শুরু হয়েছে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পকর্মের প্রদর্শনী।চলবে ১ জুন পর্যন্ত।

 

মঙ্গলবার নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার উদ্যোগে যুক্তরাষ্ট্রের মূলধারার সামনে তুলে ধরা হয় তৈয়বা বেগম লিপির শিল্পকর্মের প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করতে কনস্যুলেট জেনারেলে জন-কূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেন।

সাদিয়া ফয়জুননেসা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, এই প্রদর্শনী বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূলধারার মধ্যে ইতিবাচক ধারনা সৃষ্টিতে ভূমিকা রাখবে।

 

 

যুক্তরাষ্ট্রের মূলধারায় তৈয়বা বেগমের শিল্পকর্ম

স্টেইনলেস স্টিলের ব্লেড সদৃশ বস্তু দিয়ে বিশেষভাবে তৈরি লিপির প্রতিটি শিল্পকর্ম দর্শনার্থীদের কাছে প্রশংসিত হয়েছে।

 

প্রদর্শনীতে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল ও রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী, যুক্তরাষ্ট্র সফররত নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আয়েশা হক, বাংলাদেশের চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতি, জাতিসংঘের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক