বিবিসি ডিসেম্বর ২০১৮ সেরা ১০টি ছবি

বিবিসি ডিসেম্বর ২০১৮ সেরা ১০টি ছবি

প্রতি সপ্তাহে সারা বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে সেরা কিছু ছবি প্রকাশ করে বিবিসি। গত ডিসেম্বর মাসে প্রকাশ করা সেসব ছবি থেকে ১০টি ছবি দেয়া হল:

 

১. ফটোগ্রাফার- প্যাট্রিক হের্টজগ/এএফপি

 স্থান-ফ্রান্স

ফ্রেঞ্চ সোলজার স্ট্রাসবার্গ ক্রিসমাস মার্কেটের সামনে পাহারারত।

 

 

২. ফটোগ্রাফার- প্যাট্রিক প্লিউল/ এএফপি

স্থান- পূর্ব জার্মানী

অবৈধ বিস্ফোরক ধ্বংস করা হচ্ছে।

 

 

৩. ফটোগ্রাফার- ব্রেট হেমিংস/গেটি ইমেজ

স্থান- সিডনী হারবার ব্রিজ, অষ্ট্রেলিয়া

নিউ ইয়ার উদযাপন উপলক্ষে আতশবাজি, সিডনী হারবার ব্রিজে ১২ মিনিট ধরে এই আতশবাজি উৎসব চলে।

 

 

৪. ফটোগ্রাফার-টিম কে জেনসেন/স্ক্যানপিক্স/রয়টার্স

স্থান- ডেনমার্ক

দ্য গ্রেট বেল্ট ব্রিজ।

 

 

৫. ফটোগ্রাফার- টাইরন স্যু/রয়টার্স

স্থান- হেইলংজিয়াং প্রদেশ, চায়না

হার্বিন সিটিতে বার্ষিক আইস ফেস্টিভ্যাল।

 

 

৬. ফটোগ্রাফার- আদনান আবিদ/ রয়টার্স

স্থান- নিউ দিল্লী, ইন্ডিয়া

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের রিসেপশন।

 

 

৭. ফটোগ্রাফার- হোশাঙ হাশিমি/ এএফপি

স্থান- হেরাত, আফগানিস্তান

কিশোর কয়লা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে।

 

 

৮. ফটোগ্রাফার- তাইজিয়ানা /এএফপি

স্থান- ভ্যাটিকান

চেক আর্টিষ্ট রাডোভান জিভনী পিয়াজ্জা সান পিয়েত্রোতে বালু দিয়ে ভাস্কর্য তৈরি করছে।

 

 

৯. ফটোগ্রাফার-স্টিফেন মাহী/রয়টার্স

স্থান- প্যারিস

জ্বালানীর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ইয়েলো ভেষ্ট আন্দোলন চলছে।

 

 

১০. ফটোগ্রাফার-ম্যাট কার্ডি/ গেটি ইমেজ

স্থান- ইংল্যান্ড

ক্রিসমাস উপলক্ষে ট্রিনিটির একটি বাড়ি লাইট দিয়ে সাজানো হয়েছে। ট্রিনিটি বন্ধের প্রতিবাদে ১১ বছরের বেশী সময় ধরে দাতব্য কাজে অর্থ সংগ্রহ করার লক্ষ্যে, এখানকার বাড়ি এবং বাগানগুলো ১ লক্ষ ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হয়।

 

 

 

 

 

সূত্রঃ বিবিসি