বিবিসি অগাষ্ট ২০১৮ সেরা ১০টি ছবি

বিবিসি অগাষ্ট ২০১৮ সেরা ১০টি ছবি

প্রতি সপ্তাহে সারা বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে সেরা কিছু ছবি প্রকাশ করে বিবিসি। গত আগষ্ট মাসে প্রকাশ করা সেসব ছবি থেকে ১০টি ছবি দেয়া হল:

 

১.

ফটোগ্রাফার- এলকিস কনস্টানটিনডিস/রয়টার্স

স্থান-গ্রিস, এথেন্স

এথেন্সের পসাইডন মন্দিরের পিছনে পূর্নিমা

 

২.

ফটোগ্রাফার- রয়টার্স

স্থান- হেইলংজিয়ান প্রদেশ, চায়না

দুই গাড়ীর সংঘর্ষের পর রাস্তা ধ্বসে গাড়ীর নিচে পড়ে যাওয়া দেখতে উৎসুক জনতা।

 

৩.

ফটোগ্রাফার- জোস লুইজ গঞ্জালেস

স্থান- জুয়ারেস ভ্যালি, মেক্সিকো

রাখাল গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছে।

 

৪.

ফটোগ্রাফার-অ্যান্ডি রেইন/ইপিএ

স্থান- লন্ডন কলাসিয়াম, ইংল্যান্ড

লন্ডন কলাসিয়ামে দক্ষিণ কোরিয়ার নৃত্যশিল্পী কিমিন কিমের সোয়ান লেক পারফরমেন্স।

 

৫.

ফটোগ্রাফার-ক্লোডাগ কিলকয়নি/রয়টার্স

স্থান- ডাবলিন আয়ার‌ল্যান্ড

ডাবলিনে অনুষ্ঠিত বিশ্ব সম্মিলনে একজন আর্চবিশপের টুপি চেয়ারে পড়ে আছে।

 

৬.

ফটোগ্রাফার- ভ্যালেনটিন ফ্লাউরাউড/ইপিএ

স্থান- জেনেভা, সুইজারল্যান্ড

লেক জেনেভাতে ফ্রি স্টাইল অ্যারোবেটিক শোতে প্যারাগ্লাইডারদের কালারফুল প্রদর্শনী

 

৭.

ফটোগ্রাফার- এসটিআর/এএফপি

স্থান- তানচেং, চায়না

দুই কৃষক ক্ষেত থেকে সংগ্রহের পর রোদে ভুট্টা শুকানো চলছে।

 

৮.

ফটোগ্রাফার- ড্যান কিটউড/গেটি ইমেজেস

স্থান- কেন কোস্ট, ইংল্যান্ড

ব্ল্যাকক্যাপ পাখিকে রিং পড়ানোর পর ছেড়ে দেয়া হয়েছে। রিং পড়ানোর মাধ্যমে এদের বয়স, ওজন এবং লিঙ্গ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।

 

৯.

ফটোগ্রাফার-তরু হানাই/রয়টার্স

স্থান- টোকিও, জাপান

টাইফুন শানশান এর প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং বাতাসে পর্যুদস্ত একজন নারী।

 

১০.

ফটোগ্রাফার-ভিক্টোরিয়া জোনস/ পিএ

স্থান- ফ্রান্স

প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাকে স্বরন করে ফ্রান্সের আমিন’স ক্যাথেড্রালের সামনে মানুষের ভীড়।

 

 

 

সূত্রঃ বিবিসি