পোড়ামাটির শিল্পকর্মের প্রদর্শনী

পোড়ামাটির শিল্পকর্মের প্রদর্শনী

শিল্পী আখতারুন নাহার মাটির পাত্রের ভাঙা টুকরো দিয়ে তৈরি করলেন শিল্প। মাটির ফলকচিত্রে আকলেন মানুষের জীবন। সিরামিকের ওপর আঁকলেন নারীজীবন; পোড়া মাটির থালায়, ফুলদানিতে আঁকলেন নকশা।বানালেন পোড়ামাটি দিয়ে ভাস্কর্যও।

 

এমন নানা বৈচিত্র্যময় শিল্পকর্ম দিয়ে সাজানো ছিল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষ (গ্যালারি)। গতকাল সোমবার ২ অক্টোবর,২০১৭ ছিল উদ্বোধনী দিন।

 

প্রদর্শনীতে তিনটি ধারার শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে। পোড়ামাটির ফলকচিত্র, মৃৎপাত্র ও মোজাইক চিত্র-এই তিন ধারায় শিল্পী মৃৎশিল্পের মাধ্যম ও আঙ্গিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

 

দেখতে যেতে পারেন আপনিও। ১০ অক্টোবর পর্যন্ত চলবে প্রদর্শনী।দেখা যাবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাচঁটা পর্যন্ত এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।

 

প্রদর্শনীটির আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গ্যালারি কসমস।

 

সূত্র: দৈনিক প্রথম আলো, ০৩ অক্টোবর, ২০১৭।