লাইফ ইন কুয়াকাটা: নাফি সামীর ফটো সিরিজ
কুয়াকাটা তার প্রাকৃতিক সৌর্ন্দয্যের জন পরিচিত। প্রতিদিন দেশ-বিদেশের নানা প্রান্তের অনেক মানুষ কুয়াকাটার নয়ানাভিরাম প্রাকৃতিক সৌর্ন্দয্য দেখতে এবং মানসিক প্রশান্তির খোঁজে কুয়াকাটা বেড়াতে আসেন। কুয়াকাটাকে দুভাবে বর্ননা করা যায়: এর প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।
ফটোগ্রাফার নাফি সামী সেই চিত্রগুলোকেই ধারন করেছেন তার ক্যামেরায় যা প্রকাশিত হয়েছে ওয়ানটুওয়ান ক্লিক ডট কম ওয়েবসাইটে।
অনুবাদ এবং অনুলিখিতঃ ওয়ানটুওয়ান ওয়েবসাইট অবলম্বনে
ছবিস্বত্ত্বঃ নাফি সামী
আমাদের দেশে ফটোগ্রাফারদের ছবি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে, পুরস্কৃত হলে আমরা গর্ববোধ করি । সেই তথ্যগুলো আমরা সবাইকে দেখানোর এবং জানানোর চেষ্টা করি এবং এই চেষ্টা ভব্যিষতেও অব্যাহত থাকবে। তবে প্রকাশিত কনটেন্ট সমূহ সম্পর্কে স্বত্ত্বাধিকারী/স্বত্ত্বাধিকারীদের কোনরূপ আপত্তি থাকলে, সেলমাইপিক্স কে জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বত্ত্বাধিকারী/স্বত্ত্বাধিকারীদের আপত্তি সাপেক্ষে সেলমাইপিক্স উক্ত কনটেন্ট সাইট থেকে সরিয়ে নিবে।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)