আপনার তোলা ছবি কি কাজে লাগবে?

আপনার তোলা ছবি কি কাজে লাগবে?

ফটোগ্রাফি যাদের শখ, তারা নিজের আনন্দের জন্য ছবি তোলেন। ফলে নিয়মিতভাবে তাদের ছবির সংগ্রহ বৃদ্ধি পেয়ে কম্পিউটারের হার্ডডিস্ক অথবা মোবাইলের মেমোরি কার্ডে জমতে থাকে। অনেক সময় ফটোগ্রাফারও নিজের এতো এতো ছবি দেখার সময় পান না। তাই আপনার সংগ্রহ থেকে সেরা ছবি বেছে বেছে salemypix.com এ বিক্রয়ের জন্য মূল্য উল্ল্যেখসহ প্রকাশ করতে পারেন। গ্রাহকরা salemypix.com থেকে তাৎক্ষনিক প্রয়োজনে ছবি কিনে থাকেন। আপনার ছবি যদি তাদের পছন্দ হয় তবে সরাসরি অনলাইনে মূল্য পরিশোধ করে তা কিনে নিতে পারবেন। মনে রাখবেন আপনার কাছে অপ্রয়োজনীয় ছবিও হয়তো অন্যের কাছে অনেক দরকারী হতে পারে, এবং তিনি তা টাকা দিয়ে ক্রয় করতে আগ্রহী থাকেন। আপনার কাজ শুধু তাকে খুঁজে বের করা।

 

আপনার ছবি কেন অন্যকে ফ্রি ব্যবহার করতে দিবেন?

ইংরেজরা একসময় এই উপমহাদেশের মানুষকে বিনামূল্যে “চা” সরবরাহ করতো, যাতে মানুষ চা’য়ে অভ্যস্ত হয়। তারা জানতো যে, ‘মানুষ কোন কিছুতে একবার অভ্যস্ত হলে, এক সময় তা কিনতেও বাধ্য হয়’। আপনার শখের ছবি আপনার সম্পদ, আপনি কেনো ফ্রি দিবেন? আপনি ফ্রি দিবেন এই জন্যে যে, মানুষও আপনার ছবি ফ্রি ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। সহজলভ্যতার কারনে ধীরে ধীরে তাদের প্রয়োজন বাড়বে, আপনার ছবির উপর তাদের নির্ভরতা বাড়বে। আপনার একার পক্ষে আপনার ছবির প্রচার বাড়ানো সম্ভব নয়। অন্যে আপনার ছবি ব্যবহারের সাথে সাথে আপনার ছবির প্রচার বাড়াতে থাকবে। এছাড়াও “আমার ছবি অনেকে বিভিন্ন কাজে ব্যবহার করে” এই অনুভূতিটাও নিশ্চয়ই কম কিছু নয়। ফ্রি দিয়ে শীর্ষে থাকা যায়, সেরা হওয়া যায়, তা গুগল, ফেসবুক দেখে আমাদের শেখা উচিত।