নিটার ফটোগ্রাফি প্রদর্শনী-২০১৭

নিটার ফটোগ্রাফি প্রদর্শনী-২০১৭

রিফাতুর রহমান, ক্যাম্পাস প্রতিনিধি :

 

প্রথম বারের মত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিটার ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০১৭’।

 

আগামী ২৯শে মার্চ, বুধবার সকাল ৮ ঘটিকায় ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ মিজানুর রহমান উক্ত প্রদর্শনীর শুভ উদ্ভোদন করবেন।ফটোগ্রাফিতে তরুন ফটোগ্রাফারদের দক্ষতা ও প্রতিভা প্রকাশ করার সেরা প্লাটফর্ম হিসেবে এ প্রদর্শনীর আয়েজন করা হয়েছে।

 

ছবি জমা শুরু: ১৭ মার্চ,২০১৭

জমাদানের শেষ তারিখ: ২২ মার্চ ২০১৭

প্রিন্ট কপি জমাদানের শেষ তারিখ: ২৭ মার্চ ২০১৭ (নির্বাচিত ছবি)

 

যারা যারা অংশগ্রহন করতে পারবে:

> নিটারে বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী

ক্যাটাগরি :

* নিটার ক্যাম্পাসের প্রাকৃতিক ও অদৃশ্যিত সৌন্দর্য

* ক্যাম্পাসের পরিবেশ

 

 

ফটোগ্রাফি ডিভাইস:

– ডিএসএলআর

– মোবাইল ফটোগ্রাফি

– যে কোন ধরনের ক্যামেরা

 

 

নিয়মাবলী :

১. প্রতি ফটোগ্রাফার শুধুমাত্র ৫টি ছবি জমা দিতে পারবে।

২. ছবির ক্যাপশন দেওয়া আবশ্যক

ফটো ক্যাপশন:

Photo Caption _Your Name _Contact Number_ Location.

যেমন:”Beautiful Campus_Hasan_017****­8_NITER”

 

 

ছবি পাঠানোর ঠিকানা:

niter.photography@gm­ail.com

৩. ফটোগ্রাফ JPEG বা JPG ফরমেটে পাঠাতে হবে।

৪. কালার এবং B & W উভয় ধরেনের ছবি গ্রহণযোগ্য

৫.ছবির উপর জলছাপ, সীমানা বা টেক্সট গ্রহনযোগ্য নয়।

৬. Prisma এবং অন্যান্য ছবির এডিটিং সফটওয়্যার ব্যবহার করা যাবে।

৭. প্রাথমিক বাছাইয়ে বিচারকদের পছন্দ অনুযায়ী নির্বাচিত ছবি প্রদর্শনীর সুযোগ পাবে।

প্রাথমিক নির্বাচনের পর নির্বাচিত সকল ফটোগ্রাফার ইমেইল এবং ফোন কলের মাধ্যমে প্রতিটি নির্বাচিত ছবির জন্য একটি করে কোড নম্বর পাবে।

৮. কোড পাওয়ার পর, প্রত্যেক ফটোগ্রাফার কোডসমৃদ্ধ ছবি ল্যাব প্রিন্ট করে ফ্রেমে আবদ্ধ করার পর ২৭/০৩/২০১৭ এর মধ্যে আয়েজকদের নিকট জমা দিতে হবে।

উল্লেখ্য যে,প্রিন্ট ছবির আকার ১২ইঞ্চি(দৈর্ঘ্য)* ১০ ইঞ্চি (উচ্চতা)হতে হবে।

৯. চূড়ান্ত প্রদর্শনীর দিন বিচারকদের দ্বারা ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারন করা হবে করা হবে।

 

 

পুরষ্কার:

১. সেরা ৩ জন ফটোগ্রাফার পাবে ‘Life in Frame’ স্পেশাল ক্রেস্ট এবং সার্টিফিকেট।

২. প্রদর্শনীর জন্য নির্বাচিত সকল ফটোগ্রাফার সার্টিফিকেট পাবে।

 

 

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন:

niter.photography@gm­ail.com

 

Source: https://goo.gl/DMqNPk