আমাদের সম্পর্কে

 

বর্তমান ডিজিটাল জীবন ব্যবস্থায় ইউনিক ছবির চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। মিডিয়া, শিক্ষা, প্রকাশনা, অনলাইন বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতে প্রতিদিন বিপুল পরিমান ছবি প্রয়োজন হয়, কিন্তু ফটোগ্রাফারের সাথে সরাসরি যোগাযোগের অভাবে প্রয়োজনীয় ছবি পাওয়ার জন্য গ্রাহককে তৃতীয় কোনো মাধ্যমের উপর নির্ভরশীল হতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। অন্যদিকে বাংলাদেশসহ সারা পৃথিবীতেই কপিরাইট আইন দৃঢ়ভাবে প্রয়োগ করা শুরু হয়েছে, ফলে সুনামধারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যত আইনগত ঝামেলা এড়ানোর লক্ষ্যে ছবি অথবা ইমেজ সরাসরি স্বত্বধারীর কাছ থেকে কিনতে আগ্রহী হন।

 

বাস্তব চাহিদার প্রেক্ষিতে ছবি ক্রেতার সাথে ফটোগ্রাফারের সরাসরি  বানিজ্যিক এবং সহজ একটি যোগাযোগ মাধ্যম গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে Salemypix.com (BETA Version) ২০১৬ সালের ১১ অক্টোবর  যাত্রা শুরু করে। এই ওয়েবসাইটে যে কেউ তার প্রয়োজনীয় ছবির জন্য বাজেট ও বিস্তারিত চাহিদা উল্ল্যেখ করে বিনামূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন এবং নিবন্ধিত ফটোগ্রাফার ‍উক্ত বিজ্ঞাপনের বিপরীতে অনলাইনের মাধ্যমে ছবি সরবরাহ করতে পারবেন।  ফটোগ্রাফারগন তাদের ছবি বিক্রয়ের জন্য সাইটে প্রকাশ করতে পারবেন এবং ছবি ক্রেতা তা থেকে প্রয়োজন অনুযায়ী ছবি কপিরাইটসহ ক্রয় করতে পারবেন।

 

salemypix.com  সাইটে বানিজ্যিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সেবা এবং পণ্য ভিত্তিক পেইজ তৈরী করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠান, সেবা অথবা পণ্যের সাথে যুক্ত/সম্পর্কিত কর্মকর্তা, কমচারী এবং সেবা গ্রহীতাদের আপলোডকৃত ছবি জনপ্রিয়তা অনুযায়ী পেইজগুলোতে স্বয়ংক্রিয় উপায়ে প্রকাশ করা হবে। পেইজের মাধ্যমে প্রাপ্ত ছবি প্রতিষ্ঠানগুলো তাদের  বিজ্ঞাপন এবং মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারবেন। বড় অথবা ছোটো উভয় ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন অনুযায়ী অপশন রয়েছে।

 

এছাড়াও বিষয় এবং পুরস্কার ঘোষনা করে বিনামূল্যে salemypix.com সাইটে অনলাইন ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা যায়,  যেখানে আগ্রহী ফটোগ্রাফারবৃন্দ নিজের তোলা বিষয়ভিত্তিক ছবি সাবমিট/আপলোড করে অনলাইন ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

 

Beta Version Release

Salemypix.com বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং ওয়েবসাইটটির সমস্যা সমাধান এবং উন্নতিতে কাজ করছে। আমরা আশা করি “অনলাইন পেমেন্ট গেটওয়ে” সুবিধা যুক্ত করে অতি শীঘ্রই মূল ভার্সনটি রিলিজ করা সম্ভব হবে। Beta Version ব্যবহারকালীন ব্যবহারকারীর যেকোনো সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 

 

Salemypix.com নামকরন

Sale = বিক্রয়, my = আমার pix =  ইমেজ অথবা ছবি । এই দৃষ্টিকোন থেকে Salemypix এর অর্থ আমার ইমেজ অথবা ছবি বিক্রয়

 

আমাদের লক্ষ্য

বাস্তব চাহিদানুযায়ী নতুন নতুন সুবিধা সংযোজনের মাধ্যমে ছবি/ইমেজ ক্রয়-বিক্রয়ের নির্ভরযোগ্য একটি অনলাইন ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং অনলাইনে “বাংলাদেশী ভিজ্যুয়াল কনটেন্ট” এর পরিমান বৃদ্ধি করা।

 

 

0.1350
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>