সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনী

সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনী

ঢাকায় গতকাল ১১ নভেম্বর, ২০১৭ শনিবার শুরু হয়েছে প্রখ্যাত শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনী। গত সাত বছরের শিল্পকর্ম যুক্ত হয়েছে এবারের প্রদর্শনীতে।

 

মেমোরিস বিয়ন্ড টাইম (সময়ের ওপারের স্মৃতি) শিরোনামের প্রদর্শনীটিতে শিল্পকর্ম আছে মোট ৬০টি। ক্যানভাসে অ্যাক্রিলিক, কাগজে অ্যাক্রিলিক ও স্পেচুলা ব্যবহার করে একেঁছেন ছবিগুলো। প্রদর্শনীটি হচ্ছে রাজধানীর উত্তর বাড্ডার অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে।

 

গতকাল সন্ধ্যায় গ্যালারির আঙিনায় ছিল উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অতিথি ছিলেন বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনার পরিচালক রূপালী চৌধুরী, সভাপতি ছিলেন অবিন্তা গ্যালারি অব ফাইন আটর্সের চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।

 

প্রদর্শনী চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শন কক্ষের দরজা খোলা থাকবে।

 

 

 

সূত্র: দৈনিক প্রথম আলো, ১২ নভেম্বর, ২০১৭।