জাদুঘরে হামিদুজ্জামানের প্রদর্শনী

জাদুঘরে হামিদুজ্জামানের প্রদর্শনী

শিল্পী হামিদুজ্জামানের ৫৩ বছরের শিল্পীজীবনের তিন শতাধিক কাজ নিয়ে এবার আয়োজিত হলো প্রদর্শনী ‘হামিদুজ্জামান খান রেট্রোস্পেকটিভ’।

 

৫৩ বছরে বিচিত্র মাধ্যম নিয়ে কাজ করেছেন চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান। একসময় জলরং আঁকতে খুব ভালোবাসতেন।পরে ভাস্কর্যই তাঁর ধ্যানজ্ঞান হয়ে ওঠে। এই প্রদর্শনীতে চিত্রকর্মের মাধ্যম হিসেবে যেমন দেখা গেল জলরং, অ্যাক্রিলিক, তেলরংকে; তেমনি ভাস্কর্যের মাধ্যম হয়েছে কাঠ, লোহা, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জসহ নানা ধাতু।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প সমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এবং বিশেষ অতিথি ছিলেন সামিট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

 

প্রদর্শনীটি মূলত হচ্ছে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। ৬ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।

 

 

সূত্র: দৈনিক প্রথম আলো, ২৮ ডিসেম্বর ২০১৭।