৪ বছর বয়সেই এলিটার চিত্রপ্রদর্শনী !

৪ বছর বয়সেই এলিটার চিত্রপ্রদর্শনী !

কেবল অস্ট্রেলিয়াতেই নয়, পুরো পৃথিবীতে মাত্র ২ বছর বয়সেই নাম ছড়িয়ে পড়ে তার নয় মাস বয়সে একটা শিশু কী করে?

 

আর সবাই যেটাই করুক না কেন, এলিটা বসে পড়েছিল রংতুলি আর কাগজ নিয়ে। তার পুরো নাম এলিটা আন্দ্রে। ছবি আঁকতে শুরু করে সে সেই সময় থেকেই। দিনকে দিন নিজের ছবির মাধ্যমে পুরো পৃথিবীর কাছে পরিচিত হয়ে ওঠে সে।

 

কেবল অস্ট্রেলিয়াতেই নয়, পুরো পৃথিবীতে মাত্র ২ বছর বয়সেই নাম ছড়িয়ে পড়ে তার। ২০১১ সালে নিউইয়র্কের এক বিখ্যাত গ্যালারিতে একক চিত্রপ্রদর্শনী হয় এলিটার চিত্রকর্মের। তখন অবশ্য একটু বড় হয়েছে এলিটা। চার বছর বয়স পূর্ণ হয়েছে তখন তার।

 

 

 

সুত্রঃ দৈনিক যুগান্তর