মুখই যখন ছবি আকাঁর ক্যানভাস !
যারা ছবি আঁকতে ভালোবাসেন তারা চেষ্টা করেন ক্যানভাসে নিজের মনের ছবি ফুটিয়ে তুলতে। যুক্তরাজ্যে বসবাসকারী মারিয়া মালিকও ছবি আঁকতে পছন্দ করেন। তবে তার ক্যানভাস নিজের মুখ। বিষয়টি বিস্ময়কর হলেও ১৮ বছরের তরুণী মারিয়া ঘণ্টার পর ঘণ্টা ধরে নিজের মুখেই ছবি আঁকেন।
মারিয়া জানান, তার মুখের ক্যানভাসে জনপ্রিয় সিনেমার চরিত্র থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য— সবই আঁকতে পছন্দ করেন। আয়নার সামনে বসে একেকটা ছবি আঁকতে কখনও তার ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যায়। তারপরও তার বিরক্ত লাগে না। বরং তার চেষ্টা থাকে ছবিটাকে আকর্ষণীয় করার।
নিজের মুখে মারিয়া এ পর্যন্ত বিভিন্ন ধরনের জনপ্রিয় প্রোট্রেট যেমন— ডিজনি’র ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ, নেটফ্লিক্সের ‘বার্ড বক্স’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমার প্রোট্রেট এঁকেছেন। প্রতিটি ছবি আঁকার পর ফেসবুকে বন্ধুদের সঙ্গে তা শেয়ার করেন তিনি।
মারিয়া বলেন, ‘আমি কাউকে এ ধরনের কাজ করতে দেখিনি। হয়তো ডুডল করে, তবে আমার মতো এতো যত্ন করে নয়’।
দু্ই বছর আগে থেকে মারিয়ার এই অদ্ভুত শখের শুরু। তিনি জানান, মেকআপের পরিবর্তে মুখে প্রোর্ট্রেট আঁকতেই তার ভাল লাগে।
মারিয়া বলেন, ‘যখন আমি মুখে ছবি আঁকতে শুরু করি, তখন এতোটা দক্ষ ছিলাম না। কিন্তু এখন আমি বেশ দক্ষতার সঙ্গে কাজটা করতে পারি।’ তার ভাষায়, মুখই তার ক্যানভাস।
সূত্রঃ দৈনিক সমকাল
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)