আলোকচিত্রের ইংরেজি ম্যাগাজিন

আলোকচিত্রের ইংরেজি ম্যাগাজিন

ঢাকা থেকে প্রকাশিত হয়েছে আলোকচিত্রের ইংরেজি ম্যাগাজিন ‘এন্থসিয়াস্ট ফটোগ্রাফারস’। শৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, নিসর্গসহ নানা ধরনের ছবি নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে এটি। সম্পাদনা করেছেন ফারুক আহমেদ ভূঁইয়া।

 

গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির একটি স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করা হয়। ফারুক আহমেদ ভূঁইয়া বলেন, আলোকচিত্র অ্যালবামের মতো করে উল্টে-পাল্টে দেখতেই আনন্দ। এ সুযোগ ক্রমেই কমে আসছে। সেই বিবেচনায় মুদ্রিত ম্যাগাজিনটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এন্থসিয়াস্ট ফটোগ্রাফারস-এ আফজাল করিমের একটি আলোকচিত্র

এন্থসিয়াস্ট ফটোগ্রাফারস-এ আফজাল করিমের একটি আলোকচিত্র

 

 

ম্যাগাজিনে ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে একটি বিভাগ রাখা হয়েছে। দেশের সত্যিকারের সৌন্দর্যের ছবিগুলো এ বিভাগে প্রকাশ করা হবে। ‘এন্থসিয়াস্ট ফটোগ্রাফারস’ নামের ৩০ হাজারেরও বেশি আলোকচিত্রীর একটি দলের সদস্যদের ছবি এ ম্যাগাজিনে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রকাশের জন্য যে কেউ ইংরেজি এ ম্যাগাজিনে ছবি পাঠাতে পরবেন। ছবির পাশাপাশি এতে থাকবে আলোকচিত্র নিয়ে নিবন্ধ।

 

 

এন্থসিয়াস্ট ফটোগ্রাফারস-এ কাইসার আলমের একটি আলোকচিত্র

এন্থসিয়াস্ট ফটোগ্রাফারস-এ কাইসার আলমের একটি আলোকচিত্র

 

 

সূত্রঃ দৈনিক প্রথম আলো