ছবি তুলতে গিয়ে দক্ষিণ ফ্রান্সে চীনা নাগরিকের মৃত্যু

ছবি তুলতে গিয়ে দক্ষিণ ফ্রান্সে চীনা নাগরিকের মৃত্যু

চীনের একটি স্থানীয় সংস্থা এইচএনএ গ্রুপের চেয়ারম্যান ওয়াং জিয়ান ছবি তোলার সময় সরু প্রাচীর থেকে ১০ মিটার নিচে পড়ে গিয়ে নিহত হন। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের বনইক্স নামক একটি গ্রামে ঘুরতে গিয়ে ওই প্রাচীর থেকে পড়ে তার মৃত্যু হয়। ফ্রান্স পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রটি আরও জানায়, ওয়াং জিয়ান প্রায় ১০ মিটার উঁচু থেকে পড়ে মারা যান। তিনি ছোট একটি প্রাচীরের দৃশ্য দেখতে এবং ছবি তুলতে সেখানে ওঠার চেষ্টা করেন। একবার পড়ে গিয়ে তিনি পুনরায় চলতে শুরু করেন। কিন্তু পরে কিছু দূর গিয়ে আবার পা পিছলে ১০ মিটার নিচে পড়ে যান। 

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত