সাঁওতালদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী

সাঁওতালদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী

সাঁওতালদের সংস্কৃতি, জীবন ও আন্দোলনকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী প্রদীপ ঘোষ। ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতালদের উপর হামলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে শিল্পী প্রদীপ ঘোষের একক চিত্রকর্ম প্রদর্শনী।

 

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও আন্দোলন নিয়ে ভিন্নধর্মী এই চিত্রকর্ম প্রদর্শনীর শিরোনাম ‘সাঁওতালনামা’। তাতে সাঁওতালদের আন্দোলন ও সংগ্রামী চিত্র যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি।

 

গতকাল ৬ নভেম্বর, ২০১৭ রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ চারুশিল্পী সংসদের চিত্রশালায় শুরু হওয়া এই প্র্রদর্শনীতে ঠাঁই পেয়েছে প্রদীপ ঘোষের আঁকা মোট ২১টি চিত্রকর্ম। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীর দরজা। চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

 

 

সূত্র: দৈনিক কালের কন্ঠ, ৭ নভেম্বর ২০১৭।