‘কাব্যচিত্র’ হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়ে প্রদত্ত টাইটেল/টেক্সটের বিপরীতে ছবি/ইমেজের মাধ্যমে নিজের এ্যালবাম তৈরী করা। বাংলাদেশে জনপ্রিয় বচন, প্রবাদ, ছড়া, গল্প, কবিতা, গান, উপদেশ, সতর্কতা, নাগরিক দায়িত্ব, পণ্যের বিপণন; ইত্যাদি বিষয়ে কাব্যচিত্র আয়োজন করা হবে। ‘কাব্যচিত্র’ চ্যালেঞ্জে বিষয় অনুযায়ী একাধিক ফ্রেম দেয়া থাকে। অংশগ্রহনকারীগন ফ্রেমে প্রদর্শিত প্রতিটি টাইটেল/টেক্সট লাইনের সাথে সঙ্গতি রেখে ছবি/ইমেজ আপলোড করে সবগুলো ফ্রেম পূরনের মাধ্যমে নিজের সিরিজ এ্যালবাম তৈরী করেন।

ফ্রেম কমপক্ষে ২টি এবং সর্বোচ্চ ৩০টি হতে পারে। ধরা যাক ২লাইনের একটি প্রবাদ, ১। ভাবিয়া করিও কাজ, ২। করিয়া ভাবিওনা। এখানে ২টি লাইন বা টাইটেল আছে, তাই ২টি ফ্রেম হবে। অংশগ্রহনকারীরা উভয় টাইটেলের ফ্রেমে সেই অনুযায়ী ছবি/ইমেজ আপলোড করে নিজের এ্যালবাম তৈরী করবেন।

প্রকাশিত এ্যালবামের প্রতিটি ছবি/ইমেজ সম্পর্কে মতামত প্রদান করা যায়। মতামতের ভিত্তিতে কনটেন্টের সাথে পয়েন্ট যোগ হয়। এ্যালবামের সব কনটেন্টের প্রাপ্ত পয়েন্টের যোগফল এ্যালবাম পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। কাব্যচিত্র সেকশনে প্রাপ্ত পয়েন্ট সদস্যের একাউন্টে যোগ হয়।

 

বিজয়ী এবং পুরস্কার

‘কাব্যচিত্র’ সেকশনে আয়োজিত ইভেন্টে বর্তমানে কোনো বিজয়ী নির্বাচন করা হয়না এবং কোনো ধরনের পুরস্কার নেই। প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী এ্যালবামগুলোকে শুধুমাত্র সিরিয়াল করা হয়। বিষয়টি পরীক্ষামূলকভাবে রিলিজ হয়েছে। বর্তমানে এটি আয়োজন হয় শুধুমাত্র সিস্টেমের কার্যকারীতা পরীক্ষা এবং সমস্যাগুলো খুঁজে বের করার জন্য। ভবিষ্যতে কাব্যচিত্র সেকশনের প্রতিটি ভিন্ন ভিন্ন বিষয়ে স্পন্সর অথবা অনুদানদাতা পাওয়া যাবে বলে আশা করা যায়। নির্দিষ্ট সময় এবং ‍পুরস্কার ঘোষনা করে কনটেস্ট আকারে আয়োজিত হবে।

আমারপিক্স.কম সাইটে নিবন্ধিত যে কেউ, কাব্যচিত্র সেকশনের যে কোনো বিষয়ের চ্যালেঞ্জে যোগ দিতে পারেন।  

আমারপিক্স.কম ‘কাব্যচিত্র’ সেকশনে প্রদর্শিত/প্রকাশিত যে কোনো বিষয়ে অংশগ্রহনের পূর্বে  বিষয়বস্তু,  টাইটেল, ছবি/ইমেজের কপিরাইট, ইমেজের ধরন এবং বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিন।

 

ছবি/ইমেজের রেসুলেশন কমপক্ষে ৭২০ পিক্সেল হতে হবে। 

 

‘কাব্যচিত্র’ সেকশনে অংশগ্রহনকারী কোনো বিষয়ে ‘এ্যালবাম’ সাবমিটের পর তা আমারপিক্স.কম এডমিন এর অনুমোদনক্রমে প্রকাশ হয়। এক্ষেত্রে এ্যালবাম অনুমোদনের জন্য ৬-২৪ ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এই সময়টুকু অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

‘কাব্যচিত্র’ সেকশনে সাবমিটকৃত যে কোনো এ্যালবাম AmarPix.com বাতিল এবং অনুমোদনপ্রাপ্ত/প্রকাশিত এ্যালবাম স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষন করে।

 

অংশগ্রহনকারী শুধুমাত্র নিজের ছবি/ইমেজ আপলোড করতে পারবেন। অনলাইন কপি অথবা অন্যের কপিকৃত কনটেন্ট পোস্ট করা থেকে বিরত থাকুন। এছাড়া একজনের কনটেন্ট অন্য কেউ সাবমিট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

এ্যালবাম পোষ্ট করার পর সাবমিটকৃত ছবি/ইমেজ এডিট করার সুযোগ নেই, তাই এ্যালবাম সাবমিটের পূর্বে নিশ্চিত এবং সচেতন হোন।

 

‘কাব্যচিত্র’ সেকশনে অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজের সাথে কোনো প্রকার জলছাপ এবং নিরাপত্তা যুক্ত হয়না। ছবি/ইমেজের সাইজ দৈর্ঘ্যে সর্বোচ্চ ১০০০ পিক্সেল প্রদর্শিত হয়।

 

প্রদত্ত/আপলোডকৃত ছবি/ইমেজ বিশ্বব্যাপী অনলাইন/অফলাইনে প্রচার এবং সবার কাছে তা দৃশ্যমান হবে। তাই ব্যক্তিগত ছবি পোষ্ট করার ক্ষেত্রে সচেতন হোন।

 

অংশগ্রহনকারীদের অংশগ্রহনের বিপরীতে আশানুরূপ ভিউ, পয়েন্ট, কমেন্টস এবং শেয়ার প্রাপ্তির নিশ্চয়তা AmarPix.com প্রদান করে না।

 

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজের দায়-দায়িত্ব একান্তই পোস্টকারীর। কোনো এ্যালবামের সত্যতা এবং কপিরাইট ভঙ্গের জন্য আমারপিক্স.কম দায়ী নয়।

0.0809
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>