আমারপিক্স.কম সাইটে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপের পক্ষে আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহন করা খুবই সহজ। সাইটে নিবন্ধিত যে কেউ অংশগ্রহন করতে পারবেন। বিস্তারিত তথ্য দেখুন এবং প্রদর্শনীর বিষয় অনুযায়ী ‘ছবি’ পোস্ট/আপলোড করুন। আপনার পোস্টকৃত ছবি সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং ভোট দিতে বলুন। ছবি প্রদর্শনীর ২টি অংশ।
ক) প্রতিটি প্রদর্শনীতে নির্দিষ্ট সময় সীমার মাঝে ‘ছবি’ পোস্ট করে অংশগ্রহন করবেন।
খ) ‘প্রদর্শনী’ শেষে প্রকাশিত ‘প্রতিটি ছবিতে’ প্রাপ্ত রেটিং/পয়েন্টের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে পজিশন নম্বর যুক্ত হবে।
অংশগ্রহন ফি
এই সাইটে আয়োজিত প্রতিটি ছবি প্রদর্শনীতে আয়োজক নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ অংশগ্রহন ‘ফি’ হিসেবে নির্ধারন করেন। প্রদর্শনীতে ছবি পোস্ট করার সাথে সাথে অংশগ্রহনকারীর একাউন্ট থেকে উক্ত পরিমান ডিজিটাল কয়েন ‘ফি’ হিসেবে ‘প্রদর্শনী ফান্ডে’ জমা হয়। সকল অংশগ্রহনকারীর অংশগ্রহন ‘ফি’ এই ফান্ডে জমা হয়।
প্রদর্শনীর পুরস্কার
অনলাইন ছবি প্রদর্শনীতে নির্দিষ্ট কোনো পুরস্কার নেই। ফলাফল ঘোষনার পর প্রতিটি ছবির প্রাপ্ত রেটিং/পয়েন্ট এর ভিত্তিতে ‘প্রদর্শনী ফান্ডে’ জমাকৃত কয়েনের ৯০% ভাগ করে স্বয়ংক্রিয়ভাবে সকল অংশগ্রহনকারীদের একাউন্টে পরিশোধ করা হয়। ‘প্রদর্শনী ফান্ড’ এর বাকি ১০% কয়েন ‘পরিচালনা ফি’ হিসেবে আয়োজক ফটোগ্রাফি পেইজ বা গ্রুপের একাউন্টে স্থানান্তর করা হয়।
- ধরা যাক এবিসি ফটোগ্রাফি পেইজ ‘ছবি প্রদর্শনী’ আয়োজন করেছে, যেখানে অংশগ্রহন ফি ১০০ ডিজিটাল কয়েন।
- রহিম, করিম, মামুন নামে ৩জন উক্ত প্রদর্শনীতে অংশগ্রহন করেছে।
- ৩জনের ‘অংশগ্রহন ফি’ হিসেবে মোট (১০০*৩) = ৩০০ কয়েন ‘প্রদর্শনী ফান্ডে’ জমা হয়েছে।
- প্রদর্শনী শেষে এই ফান্ডের ৩০০ ডিজিটাল কয়েন এর ১০% = ‘৩০ কয়েন’ এবিসি পেইজ আয়োজক হিসেবে পাবে এবং বাকী ৯০% = ‘২৭০ কয়েন’ অংশগ্রহনকারীদের মাঝে ভাগ হবে।
- করিম ৩৫-ভোট, রহিম ২৫-ভোট এবং মামুন-১৫ ভোট পেয়েছে। ৩জনের প্রাপ্ত মোট ভোট (৩৫+২৫+১৫) = ৭৫ ভোট
- মোট ভোট দিয়ে প্রদর্শনী ফান্ডের ২৭০ কয়েন ভাগ করা হবে, ২৭০ কয়েন/৭৫ ভোট = ৩.৬ কয়েন। অর্থাৎ প্রতি ভোটের বিপরীতে ৩.৬ কয়েন।
- করিম ৩৫ ভোট x ৩.৬ কয়েন = ১২৬ কয়েন
- রহিম ২৫ ভোট x ৩.৬ কয়েন = ৯০ কয়েন
- মামুন ১৫ ভোট x ৩.৬ কয়েন = ৫৪ কয়েন