[ বাংলাদেশের নৌকা ] ফটো কনটেস্ট

1st Prize

300 টাকা বিকাশ পেমেন্ট

2nd Prize

200 টাকা বিকাশ পেমেন্ট

3rd Prize

100 টাকা বিকাশ পেমেন্ট

ডিভাইস - মোবাইল / ডিজিটাল

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 2 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 30 Nov, -0001 - 12:00 am

ফলাফলের তারিখ: 27 Aug, 2019 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

পাবলিক কনটেস্ট, Amarpix.com সাইটে একাউন্ট তৈরী ছাড়াই যে কেউ অংশগ্রহন করতে পারবে।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।

কে ভোট দিতে পারবে?

পাবলিক, যে কেউ ভোট দিতে পারবে। ভোটদাতাকে Amarpix.com সাইটে একাউন্ট তৈরী করতে হবেনা।

জুরি পয়েন্টর বিষয়

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

নিজের তোলা ‘বাংলাদেশী নৌকার’ ছবি পোস্ট করে ফটো কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন। মোবাইল অথবা ডিজিটাল, যে কোনো ক্যামেরায় তোলা ছবি পোস্ট করা যাবে। AmarPix.com সাইটে লগইন করুন এবং ছবি আপলোড করুন।

 

- সময়সীমা শেষে কনটেস্ট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।

 

- ছবি পোস্টকালীন অংশগ্রহনকারী যে ফোন নম্বর দিবেন, তার মাধ্যমে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে।

 

- বিজয়ী ঘোষনার ১-৫ দিনের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

 

- বিজয়ী ঘোষনার ১৫ দিনের মধ্যে যোগাযোগ করে পুরস্কার গ্রহন করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।

প্রয়োজনে যোগাযোগ করুন

সেম সমস্যা এখনো ছবি দেওয়া যাচ্ছে না

স্যার, বিষয়টি আমাদের টেকনিক্যাল টিমকে আগেই জানানো আছে। ঐ ম্যাসেজটি তখনই শো করে যখন ঐ মোবাইলের ব্রাউজারের মাধ্যমে কোনো ছবি কনটেস্টে জমা দেয়া হয়। আইপি ট্র্যাকের মাধ্যমে বিষয়টি করা হয়। এই ধরনের সমস্যা আমরা প্রথম পেয়েছি বলে হয়তো সমাধানে দেরি হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা খুবই লজ্জ্বিত। সমস্যা সমাধান করে আমরা অবশ্যই জানিয়ে দিব। আমরা আশা করি নতুন একটি সাইট হিসেবে আমাদের এই দূর্বলতাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সেম সমস্যা এখনো ছবি দেওয়া যাচ্ছে না

same ekhono cobi up dawa jacce na vai aita ki korsen thik koren vai

same ekhono cobi up dawa jacce na vai aita ki korsen thik koren vai

Ami ai contest ei cobi na ditei bolse ami naki contest e attend korsi

স্যার, এখনো কি একই সমস্যা? এমন হবার কথা নয়। শুধুমাত্র কোনো ব্রাউজার দিয়ে ছবি পোস্ট করার পর ঐ নোটিশ দেখানোর কথা। আপনি কি ফায়ার ফক্স ব্রাউজার দিয়ে একবার চেষ্টা্ করে দেখবেন? দেরিতে রিপ্লাইয়ের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ছবি জমা দেওয়ার কোনো অপশন আমি Chrome use kroei bolsi

কিভাবে ছবি দিবো??

আমি ছবি পোস্ট করতে পারছি না,.?

স্যার, কোনো কারনে হয়তো আপনার ব্রাউজার সাপোর্ট করছেনা। আপনি কি অনুগ্রহ করে একবার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন?

ami pry 20 ber try korlam 100% upload dakhay .kintu trpr upload hoy na .

স্যার, যদি আপনি ফেসবুক থেকে আমাদের এই কনটেস্ট পোস্টে ক্লিক করে এই পেইজে এসে থাকেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মোবাইলে যে ডিফল্ট ব্রাউজার আছে তাতে ওপেন হবে। সমস্যা হচ্ছে ওই ডিফল্ট ব্রাউজারগুলিতে ক্ষেত্র বিশেষে জাভাস্ক্রীপ্ট অফ করা থাকে, ফলে আমাদের কনটেস্টের অপশনগুলো কাজ করেনা। কিন্তু গুগল ক্রোম এবং ফায়ারফক্স অনেক রিচ ব্রাউজার, যেখানে খুব সহজেই আমাদের প্রোগ্রামিং কোডগুলো কাজ করে। এই কনটেস্টে জমা পড়া ছবিগুলোর মাঝে সবচেয়ে বেশি ক্রোম ব্রাউজারে পোস্ট হয়েছে, তার পর ফায়ারফক্স। আপনি কি এর কোনো একটি ব্যবহার করে দেখবেন?

ji , ami crome deai try korec .facebook thake click kore dhuki ni .

ছবিই তো আপলোড দেয়া যাচ্ছে না

স্যার, কোনো কারনে হয়তো আপনার ব্রাউজার সাপোর্ট করছেনা। আপনি কি অনুগ্রহ করে একবার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন?

ভাই ছবি আপ দেওয়ার জন্য কোনো অপশন পাচ্ছি না। বার বার রিফ্রেশ দিচ্ছি কিন্তু ছবি আপ অপশন খুঁজে পাচ্ছি না। এখন করনীয় কি?

স্যার, আপনি কি ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে চেস্টা করে দেখেছেন? অনেক সময় মোবাইলের ডিফল্ট ব্রাউজারে কিছু অপশন অফ করা থাকে, ফলে সিস্টেম ঠিক মতো কাজ করেনা।

লও ঠেলা, এবার কোন ব্রাউজার উইজ করবো

যদি আপনি ফেসবুক থেকে আমাদের এই কনটেস্ট পোস্টে ক্লিক করে এই পেইজে এসে থাকেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মোবাইলে যে ডিফল্ট ব্রাউজার আছে তাতে ওপেন হবে। সমস্যা হচ্ছে ওই ডিফল্ট ব্রাউজারগুলিতে ক্ষেত্র বিশেষে জাভাস্ক্রীপ্ট অফ করা থাকে, ফলে আমাদের কনটেস্টের অপশনগুলো কাজ করেনা। কিন্তু গুগল ক্রোম এবং ফায়ারফক্স অনেক রিচ ব্রাউজার, যেখানে খুব সহজেই আমাদের প্রোগ্রামিং কোডগুলো কাজ করে। এই কনটেস্টে জমা পড়া ছবিগুলোর মাঝে সবচেয়ে বেশি ক্রোম ব্রাউজারে পোস্ট হয়েছে, তার পর ফায়ারফক্স। আপনি কি এর কোনো একটি ব্যবহার করে দেখবেন?

i can't upload my pic!!!!

স্যার, কোনো কারনে হয়তো আপনার ব্রাউজার সাপোর্ট করছেনা। আপনি কি অনুগ্রহ করে একবার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন?

আপলোড এ ১০০% হয়ে আটকে আছে? এইটা কি আপলোড হয়েছে?

স্যার, আপনি কি অনুগ্রহ করে রিফ্রেশ দিয়ে চেক করবেন? যদি পোস্ট না হয়ে থাকে পুনরায় একবার চেষ্টা করবেন? আপনার এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমার ছবি নিচ্ছে না কেন? ১০০% হয়ে আর কিছু হয় না। ছবি সংখ্যা বাড়ছে,কিন্তু আমার ছবি আপলোড হচ্ছে না। :(

স্যার, কোনো কারনে হয়তো আপনার ব্রাউজার সাপোর্ট করছেনা। আপনি কি অনুগ্রহ করে একবার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন?

আমি ছবি দিতে পারছি না

স্যার, আপনি কি অনুগ্রহ করে ব্রাউজার পরিবর্তন করে পুনরায় একবার চেষ্টা করবেন? আপনার এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমার ছবি উলটো করা ছিলো।সোজা কেনো হয়ে গেলো?

স্যার, কোন ছবিটা? লিংক দিতে পারবেন? সাইটের একাউন্টে আপনার নাম না থাকায় আমরা কোন ছবিটি, তা বুঝতে পারছিনা।

দুইটি ছবির মাঝে একটা ছবি দেখা যাচ্ছে আমার। হাওরের জীবন নামক ছবিটা খুঁজে পাচ্ছি না!!!

স্যার, আমাদের এই কনটেস্টে একটি সমস্যা ছিলো, তাই কিছু ছবি ঠিকমতো আপলোড হয়নি। যে ছবিগুলো ঠিকমতো আপলোড হয়নি, সেই ছবিগুলোর তথ্য ডাটাবেইজ থেকে বাদ দেয়া হয়েছে। আপনি কি অনুগ্রহ করে আপনার এই ছবিটি পুনরায় সাবমিট করবেন? আমরা এই বিষয়টি নিয়ে আন্তরিকভাবে দুঃখিত। আশা করি ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর হবেনা।

কন্টেষ্টে দুইবার ছবি সাবমিট করেছি,কিছুক্ষণ পর আর ছবিগুলা খুজে পাওয়া যায় না- সমস্যা কোথায়????

দুঃখিত স্যার, অনেকের ছবির ফা্ইল নেমের কারনে এ ধরনের সমস্যাটি হচ্ছে। বিষয়টি আমাদের টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দেয়া হয়েছে। আশা খুব শীঘ্রই সমস্যাটি সমাধান করা সম্ভব হবে। ধন্যবাদ।

স্যার, সমস্যাটি সমাধান করা হয়েছে। আপনি কি অনুগ্রহ করে পুনরায় ছবিটি আপলোড করবেন?

কাল রাতে জমা দিয়েছি,এখন আবার নেই???

স্যার, এই কনটেস্টে এমদাদ হোসাইন নামে ৫ তারিখে এবং ৭ তারিখে ২টি করে ছবি প্রকাশিত হয়েছে, আপনি কি অনুগ্রহ করে দেখবেন?

বাংলাদেশের নৌকা কন্টেস্ট এ ছবি আপলোড করেছিলাম, এখন কন্টেস্ট এএর সকল ছবি অপশন এ গিয়ে আমার দুই'টি ছবি খুজেই পাচ্ছি না। এমন কেন হচ্ছে? এডমিন দের দৃষ্টি আকর্ষণ করছি

স্যার, কিছু কিছু ছবিতে আমরা ফাইলের নামে সমস্যা পেয়েছি, যার কারনে ছবিগুলোতে এরর শো করেছে। খুবই শীঘ্রই এই সমস্যাটি সমাধান হবে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

স্যার, সমস্যাটি সমাধান করা হয়েছে। আপনি কি অনুগ্রহ করে ছবিগুলো পুনরায় আপলোড করবেন?

Photo content select kora jacche na!!

স্যার, আপনি কি অনুগ্রহ করে আপনার ব্রাউজার পরিবর্তণ করে দেখবেন?

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি

বিভাগীয় অংশগ্রহন

দুঃখিত, বিভাগীয় অংশগ্রহনকারী পাওয়া যায়নি

1.0795
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>