ফটোগ্রাফি সারা বিশ্বেই জনপ্রিয় একটি বিষয়, বাংলাদেশও এর বাইরে নয়। সামাজিক এবং বানিজ্যিক উভয় ক্ষেত্রেই ফটোগ্রাফি সম্পর্কিত ইভেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। “ফটো কনটেস্ট” এখন বেশ আলোচিত বিষয়; কারন এর মাধ্যমে ফটোগ্রাফার তার দক্ষতা এবং ছবির জনপ্রিয়তা যাচাই করে নিতে পারেন। কনটেস্টে প্রাপ্ত পুরস্কার তাকে অনুপ্রেরণা যোগায়। প্রতিদিন সামাজিক এবং বানিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে অনলাইন অথবা অফলাইনে অসংখ্য ফটো কনটেস্ট আয়োজন করা হয়। স্পন্সর পেলে ইভেন্ট আয়োজন যতোটা সহজ, কিন্তু একটি ফটো কনটেস্টে প্রাপ্ত ছবি থেকে সঠিক এবং যোগ্য ছবিকে নির্বাচন করা ঠিক ততোটাই কঠিন।
 
 
কিছ কনটেস্টে অনলাইন ভোটে ‘বিজয়ী ছবি’ নির্বাচন করা হয়। কিন্তু শুধুমাত্র অনলাইন ভোটিং সিস্টেম কখনোই একটি ‘ফটো কনটেস্টের’ সঠিক এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া হতে পারেনা। কারন এখানে সব ছবিকে একইমানে বিচার করা হয়। ক্ষেত্রবিশেষে ভালো ছবি ভোট পায়না, কারন দক্ষ ফটোগ্রাফার কখনোই নিজের ছবির ভোট বৃদ্ধির আশায় মার্কেটিংএ আগ্রহবোধ করেন না। ফলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর নিজেদের তৈরী সিন্ডিকেট ভোটের মাধ্যমে বাজে ছবিও পুরস্কার পেয়ে যায়, যা ভালো ছবির ফটোগ্রাফারের মনে হতাশা বাড়ায় এবং কনটেস্টের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।
 
 
ফটোগ্রাফি বিষয়ে অভিজ্ঞ এবং শিল্পের বিচারে দক্ষ; এমন কোনো ব্যক্তিই পারেন অসংখ্য ছবি থেকে ভালো ছবিগুলোকে খুঁজে বের করতে এবং যোগ্য ছবিকে বিজয়ী করতে। বাংলাদেশে অভিজ্ঞ ‘ফটো কনটেস্ট জুরি’ সংখ্যা চাহিদার তুলনায় এমনিতেই অপ্রতুল। অন্যদিকে তারা ছড়ানো ছিটানো অবস্থায় থাকায় কনটেস্ট আয়োজকরা চাইলেও তাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেনা। অথচ এমন অনেক ফটোগ্রাফার আছেন, যারা বিনা খরচে অথবা নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে কনটেস্টগুলোতে বিচারকের দায়িত্ব পালনে আগ্রহী।
 
 
AmarPix.com ফটোগ্রাফি বিষয়ে দক্ষ এবং আগ্রহী বাংলাদেশী ‘জুরি’দের একটি নির্দিষ্ট স্থানে প্রকাশের জন্য কাজ শুরু করেছে, যেখানে ভবিষ্যতে ‘আয়োজকগন’ চাহিদা এবং বাজেট অনুযায়ী নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে অথবা বিনাখরচে অভিজ্ঞ ‘ফটো কনটেস্ট জুরি’ অনলাইনে নিয়োগ দিতে পারবেন। অংশগ্রহনকারীগন জুরিদের প্রোফাইল, ছবির ধরন, স্যোস্যাল মিডিয়া পেইজ লিংক দেখে ‘জুরি’ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। অন্যদিকে জুরিগন অনলাইনেই ছবিতে পয়েন্ট দিতে পারবেন এবং তাদের দায়িত্ব পালনের লগ থাকবে। যেখানে তার দায়িত্বপালনকৃত ইভেন্ট সংখ্যা, ইভেন্টের ধরন, পরিক্ষিত ছবি সংখ্যা, সম্মানীর পরিমান সংক্রান্ত তথ্য থাকবে।
 

0.0690
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>