ক্যাপশন কনটেস্ট

55 কনটেস্ট - 18 বিজয়ী

দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারনে ‘একই ছবি’ ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ বহন করে। ‘ক্যাপশন কনটেস্ট’ হচ্ছে আয়োজকের প্রদর্শিত ‘ছবির’ বিপরীতে নিজের পছন্দমতো মানানসই ক্যাপশন বা টাইটেল লেখার প্রতিযোগিতা। আয়োজকের উল্লেখিত ভাষা, স্বাদ এবং অক্ষর সংখ্যা অনুযায়ী অংশগ্রহনকারীগন প্রদর্শিত ছবির ‘টাইটেল’ বা ‘ক্যাপশন’ লিখে অংশগ্রহন করবেন। AmarPix.com নেটওয়ার্কে তৈরীকৃত ফটোগ্রাফি পেইজ এর দায়িত্বপ্রাপ্ত এডমিন/এডিটর ক্যাপশন কনটেস্ট আয়োজন এবং পরিচালনা করতে পারেন।

 


 

বিজয়ী

ক্যাপশন কনটেস্টে কোনো ‘বিচারক’ এবং ‘বিজয়ী’ নেই। এখানে ছবি দেখে যার যা মনে আসে, তিনি তাই লিখবেন এবং তার কাছে ‘তার ক্যাপশন’ই সেরা। কনটেস্ট সময়সীমার পর  প্রাপ্ত ভোট/পয়েন্ট অনুযায়ী পোস্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে শুধুমাত্র সিরিয়াল করা হয়। এখানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার মানে এই নয় যে, উক্ত ক্যাপশনই  সেরা।

 


 

পুরস্কার

ক্যাপশন কনটেস্টে দৃশ্যমান কোনো পুরস্কার নেই। ‘ফটোগ্রাফি পেইজ এডমিন’  নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ ফান্ড হিসেবে ঘোষনা করে ‘ক্যাপশন কনটেস্ট’ আয়োজন করেন। কনটেস্ট শেষে অংশগ্রহনকারীদের প্রতিটি ‘পোস্টে’র প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ’কনটেস্ট ফান্ড’ হিসেবে ঘোষিত এই ‘ডিজিটাল কয়েন’  স্বয়ংক্রিয় উপায়ে ভাগ হয়ে অংশগ্রহনকারীদের একাউন্টে স্থানান্তর করা হয়। ধরা যাক ‍‘এবিসি ফটোগ্রাফি পেইজ’ ৩০০ ডিজিটাল কয়েন কনটেস্টের ‘ফান্ড’ হিসেবে ঘোষনা করেছে। কালাম, শাহীন, মনির  নামে ৩জন উক্ত ক্যাপশন কনটেস্টে অংশগ্রহন করেছে এবং ভিজিটরদের প্রদত্ত ভোট/পয়েন্ট পেয়েছে । কনটেস্ট সময়সীমার পর ‘ঘোষিত ফান্ড’ যেভাবে ভাগ হবে- 

 

  • কালাম ৩৫ পয়েন্ট, শাহীন ২৫ পয়েন্ট এবং মনির  ১৫ পয়েন্ট পেয়েছে। ৩জনের প্রাপ্ত মোট পয়েন্ট (৩৫+২৫+১৫) = ৭৫

 

  • মোট পয়েন্ট দিয়ে ফান্ডের ৩০০ কয়েন ভাগ করা হবে, ৩০০ কয়েন/৭৫ পয়েন্ট = ৪ কয়েন। অর্থাৎ প্রতি পয়েন্টের বিপরীতে ৪ কয়েন।

 

  • কালাম (৩৫ পয়েন্ট x ৪ = ১৪০ কয়েন),  শাহীন (২৫ পয়েন্ট x ৪ = ১০০ কয়েন), মনির (১৫ পয়েন্ট x ৪ = ৬০ কয়েন) = সর্বমোট ৩০০ কয়েন।

 


 

* প্রতিটি ক্যাপশন কনটেস্টের ফান্ড স্বতন্ত্র, যা শুধুমাত্র ঐ কনটেস্টের জন্যেই ঘোষিত হয়। ‘ফটোগ্রাফি পেইজ’ তার ‘ডিজিটাল কয়েন ব্যালেন্স’ এর সর্বোচ্চ ১০% ক্যাপশন কনটেস্টের ‘ফান্ড’ হিসেবে ঘোষনা করতে পারেন। ঘোষিত ডিজিটাল কয়েন বন্টনে কোনো ফ্র্যাকশন থাকলে তা পেইজ একাউন্টে ফেরত প্রদান করা হয়না।

 

  • প্রদর্শিত ছবির বিপরীতে ‘ক্যাপশন’ বা ‘টাইটেল’ লিখে ক্যাপশন কনটেস্টে অংশগ্রহন করা যায়।

 

  • কে কনটেস্টে অংশগ্রহন করতে পারবে, এবং কে কনটেস্টে ভোট দিতে পারবে তা জেনে নিন।

 

  • অংশগ্রহনের পূর্বে কনটেস্টে ঘোষিত ‘ফান্ড’ এর পরিমান  এবং “বিস্তারিত” সেকশনে আয়োজক প্রদত্ত তথ্যগুলো পড়ে দেখুন।

 

  • [অংশগ্রহন করুন] বাটনে ক্লিক করুন অথবা উপরের [ক্যাপশন দিন] ট্যাবে ক্লিক করুন।

 

  • ছবির নিচে প্রদর্শিত ঘরে আপনার ‘ক্যাপশন’ লিখুন এবং পোস্ট করুন।

 

  • ক্যাপশন পোস্ট করার পর তা পরিবর্তন করা যায়না, তাই সতর্ক থাকুন।

 

আয়োজনকারী/পরিচালনাকারী “ক্যাপশন কনটেস্টে” পোস্টকৃত যে কোনো ‘ক্যাপশন’ বা ‘টাইটেল’ কারন ঘোষনা ছাড়াই ‘বাতিল’ এবং ‘ডিলিট’ করার অধিকার সংরক্ষন করেন।

 

ক্যাপশন/পোস্ট ডিলিটের কারন

আয়োজক কোনো পোস্টকৃত কোনো ‘ক্যাপশন/টাইটেল’ ডিলিট করলে পোস্টকারী/অংশগ্রহনকারীকে নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ পেনাল্টি করা হয় যা উক্ত আয়োজক পেইজের একাউন্টে স্থানান্তর করা হয়। আয়োজক কোনো ক্যাপশন ডিলিট করলে উক্ত পোস্টকারী/অংশগ্রহনকারী পুনরায় উক্ত কনটেস্টে আর যোগ দিতে পারেন না। আয়োজক যেসব কারনে কনটেস্টে প্রদত্ত/পোস্টকৃত ‘ক্যাপশন’ ডিলিট করতে পারেন- 

 

  • কনটেস্টের শর্তাবলী ভঙ্গ করলে।

 

  • প্রদত্ত ক্যাপশনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামাজিক মর্যাদাহানির সম্ভাবনা তৈরী হলে।

 

  • অসামাজিক, অশ্লীল এবং অগ্রহনযোগ্য কোনো ক্যাপশন পোস্ট করলে।

 


 

ক্যাপশন/পোস্ট বাতিল

ভুল বানানে ক্যাপশন পোস্ট এবং গান, কবিতা, ছড়ার আংশিক; অথবা প্রচলিত কোনো উক্তি, প্রবাদ, বচন, বাগধারা ইত্যাদি ক্যাপশনে ব্যবহার করলে আয়োজক ক্যাপশন ‘বাতিল’ করতে পারেন।  বাতিলের পর উক্ত  পোস্টকারী/অংশগ্রহনকারী পুনরায় একই কনটেস্টে ক্যাপশন/টাইটেল পোস্ট করতে পারবেন। ক্যাপশন বাতিল করা হলে অংশগ্রহনকারীকে কোনো প্রকার পেনাল্টি করা হয়না।

 

AmarPix.com নেটওয়ার্কে ‘ফটোগ্রাফি পেইজে’র পক্ষ থেকে পেইজ এডমিন/এডিটর ‘ক্যাপশন কনটেস্ট’ আয়োজন করতে পারেন। পেইজের ‘এডমিন’ সেকশনের ‘ফটোগ্রাফি ইভেন্ট’ বাটনে ক্লিক করুন। ইভেন্ট লিস্টের [ক্যাপশন কনটেস্ট তৈরী] অপশনে ক্লিক করলে ‘ক্যাপশন কনটেস্ট’ আয়োজন ফরম প্রদর্শিত হবে। ফরমে প্রয়োজনীয় তথ্য দিন।

 

  • টাইটেল সেকশনে কনটেস্টের টাইটেল লিখুন।

 

  • সময়সীমা নির্বাচন- নির্ধারিত সময় শেষে কনটেস্টের ফলাফল ঘোষনা করা হবে।

 

  • কোন ভাষা এবং স্বাদে অংশগ্রহনকারীরা প্রদর্শিত ক্যাপশন লিখবে; তা নির্বাচন করুন।

 

  • অংশগ্রহনকারী সর্বোচ্চ কতো অক্ষরে ক্যাপশন লিখতে পারবেন তা নির্বাচন করুন।

 

  • কনটেস্ট ‘ফান্ড’ হিসেবে ‘ডিজিটাল কয়েন’ এর পরিমান নির্বাচন করুন। কনটেস্ট শেষে অংশগ্রহনকারীদের প্রতিটি ‘পোস্টে’র প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ’কনটেস্ট ফান্ড’ হিসেবে ঘোষিত এই ‘ডিজিটাল কয়েন’ ভাগ করে স্বয়ংক্রিয়ভাবে সকল অংশগ্রহনকারীদের একাউন্টে পরিশোধ করা হবে। প্রতিটি ক্যাপশন কনটেস্টের ফান্ড স্বতন্ত্র, যা শুধুমাত্র উক্ত কনটেস্টের জন্যেই প্রযোজ্য হবে। ‘ফটোগ্রাফি পেইজ’ তার ‘ডিজিটাল কয়েন ব্যালেন্স’ এর সর্বোচ্চ ১০% ক্যাপশন কনটেস্টে ‘ফান্ড’ হিসেবে ঘোষনা করতে পারে। 

 

  • চাহিদানুযায়ী অংশগ্রহনকারী এবং ভোটারদের যোগ্যতা নির্বাচন করুন।

 

  • ‘বিস্তারিত’ সেকশনে কনটেস্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিখে নিচে প্রদর্শিত [পরবর্তী পেইজ/ডিজাইন ভিউ] বাটনে ক্লিক করুন।

 

  • পরবর্তী পেইজে ‘কনটেস্ট প্রিভিউ’ প্রদর্শিত হবে। এখানে ‘১টি ছবি’ আপলোডের জন্য অপশন রয়েছে। এই ছবির বিপরীতে অংশগ্রহনকারীরা ক্যাপশন বা টাইটেল লিখে অংশগ্রহন করবেন।

 

  • ‘ছবি’ যুক্ত করার পর প্রদর্শিত ‘তথ্যগুলো’ ভালোভাবে পরীক্ষা করুন এবং প্রয়োজনে সংশোধন করুন।

 

  • তথ্য সঠিক থাকলে ‘কনটেস্ট’ [পোস্ট] করুন অথবা [ড্রাফট] করুন।

 

 

নোট- প্রতিটি ‘ক্যাপশন কনটেস্ট’ পোস্ট করার পর তা AmarPix.com এডমিনের অনুমোদনক্রমে সাইটে প্রকাশ হয়। এক্ষেত্রে ৬-১২ ঘন্টা অপেক্ষা করার জন্য আয়োজকদের বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

  • এমন কোনো ‘ছবি’ দিয়ে ‘ক্যাপশন কনটেস্ট’ আয়োজন করা যাবেনা, যা বাংলাদেশের পারিবারিক, সামাজিক, বানিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় নীতিমালা ভঙ্গ করে অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা এবং সামাজিক মর্যাদা নষ্ট করে।

 

  • পোস্টের পূর্বে কনটেস্টের বানান ভালোভাবে পড়ে দেখুন। ভুল বানানো তৈরী কনটেস্ট অনুমোদন দেয়া হয়না।

 

  • যথাযথ কারন ব্যতীত ‘আয়োজক পেইজ’ আয়োজিত কোনো ক্যাপশন কনটেস্ট স্থগিত করতে পারবে না।

 

  • আয়োজিত কনটেস্টের ইমেজ/ছবি এবং টেক্সট সমূহের লাইসেন্স CC0 (Public Domain) হিসেবে বিবেচিত হবে।

 

  • AmarPix.com সাইটে পোস্টকৃত/আয়োজিত যে কোনো ‘ক্যাপশন কনটেস্ট’ প্রকাশের নিশ্চয়তা প্রদান করেনা।

 

  • পোস্টকৃত/আয়োজিত যে কোনো ‘ক্যাপশন কনটেস্ট’ এর বিপরীতে কারো অংশগ্রহনের নিশ্চয়তা আমারপিক্স.কম প্রদান করেনা।

 

  • AmarPix.com সাইট যে কোনো সময় তার ক্যাপশন কনটেস্ট নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার অধিকার সংরক্ষন করে।

 

  • ক্যাপশন কনটেস্ট প্রকাশের সাথে সাথে ‘ফান্ড’ হিসেবে ঘোষিত পরিমান ‘ডিজিটাল কয়েন’ স্বয়ংক্রিয়ভাবে পেইজ একাউন্ট থেকে স্থানান্তর হবে, যা কনটেস্ট সময় শেষে অংশগ্রহনকারীদের প্রাপ্ত রেটিং/ভোট অনুযায়ী ভাগ করে দেয়া হবে। কোনো কারনে কনটেস্ট বাতিল বা স্থগিত করা হলে এই ফান্ড ফেরৎ পাওয়া যাবেনা। 

 

  • আয়োজক “ক্যাপশন কনটেস্ট” পোস্টের পর AmarPix.com এডমিন অনুমোদনে অপারগ হলে, কারন উল্ল্যেখপূর্বক তিনি তা বাতিল করেন। ‘বাতিলকৃত কনটেস্ট’ আয়োজক পেইজের ‘ড্রাফট’ সেকশনে জমা হয় এবং আয়োজক (?) আইকনে ক্লিক করে বাতিলের কারনগুলো জানতে পারেন। যে কারনে পোস্টকৃত কনটেস্ট বাতিল হতে পারে-

 

  • আয়োজক বাতিলকৃত কনটেস্টে প্রয়োজনীয় পরিবর্তন করে পুনরায় পোস্ট করতে পারবেন। পরপর ২বার পোস্টকৃত কনটেস্ট বাতিল হলে, তা স্বয়ংক্রিয়ভাবে সাইট থেকে ডিলিট হয় এবং আয়োজক পেইজের বিপরীতে পেনাল্টি যোগ হয়।

 

  • এছাড়াও কারন ব্যতীত কোনো অংশগ্রহনকারীর ক্যাপশন বাতিল করলে অথবা আয়োজিত কনটেস্ট সম্পর্কে যথাযথ অভিযোগ পাওয়া গেলে অথবা কর্তৃপক্ষের কাছে অগ্রহনযোগ্য মনে হলে; আমারপিক্স.কম কারন দর্শানো ব্যতিরেকে যে কোনো ‘চলমান/প্রকাশিত কনটেস্ট’ বাতিল করার অধিকার সংরক্ষন করে।

 

নোট-  কনটেস্ট বাতিল বা স্থগিত করা হলে ফান্ড’ হিসেবে ঘোষিত পরিমান ‘ডিজিটাল কয়েন’ ফেরৎ পাওয়া যায়না। 

 

  • ক্যাপশন কনটেস্ট পরিচালনা করা খুবই সহজ। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে, অপ্রয়োজনীয়, কুরুচিপূর্ন অথবা অগ্রহনযোগ্য `ক্যাপশন' যেনো যথাসময়ে বাতিল করা হয়।

 

  • আয়োজক যদি কোনো ক্যাপশন ‘বাতিল’ করেন তবে অংশগ্রহনকারী পুনরায় ক্যাপশন পোস্ট করার সুযোগ পান। কিন্তু আয়োজক যদি কারো ‘ক্যাপশন’ ডিলিট/ফ্লাগ করেন, তবে উক্ত ব্যক্তি ঐ কনটেস্টে ক্যাপশন পোস্টের সুযোগ পাবেন না।

 

  • কনটেস্ট সময়সীমার পর অংশগ্রহনকারীদের প্রতিটি ‘পোস্টে’র প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী সিরিয়াল হবে। কিন্তু কোনো প্রকার পজিশন নম্বর যুক্ত হবেনা।

 

  • কনটেস্ট সময়সীমার পর অংশগ্রহনকারীদের প্রতিটি ‘পোস্টে’র প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ’কনটেস্ট ফান্ড’ হিসেবে ঘোষিত ‘ডিজিটাল কয়েন’ স্বয়ংক্রিয়ভাবে ভাগ করে সকল অংশগ্রহনকারীদের একাউন্টে পরিশোধ করা হবে। প্রতিটি ক্যাপশন কনটেস্টের ফান্ড স্বতন্ত্র, যা শুধুমাত্র উক্ত কনটেস্টের জন্যেই প্রযোজ্য হবে। ‘ফটোগ্রাফি পেইজ’ তার ‘ডিজিটাল কয়েন ব্যালেন্স’ এর সর্বোচ্চ ১০% ক্যাপশন কনটেস্টে ‘ফান্ড’ হিসেবে ঘোষনা করতে পারে। 

 

  • ক্যাপশন কনটেস্টে অংশগ্রহনকারীর প্রদত্ত কোনো ‘ক্যাপশনে’ যথাযথ ভোট/পয়েন্ট পাওয়ার নিশ্চয়তা AmarPix.com প্রদান করেনা।

 

  • ‘কনটেস্ট আয়োজনকারী পেইজ’ এবং ‘অংশগ্রহনকারী’ উভয়ের মাঝে কোনো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে AmarPix তা সমাধানের দায়িত্ব বহন করেনা।

 

  • এই নেটওয়ার্কে তৈরীকৃত ‘ফটোগ্রাফি পেইজের এডিমিন’ নিজ দায়িত্বে ‘ক্যাপশন কনটেস্ট’ আয়োজন করে থাকেন। তাই উক্ত কনটেস্টের ভুল, ত্রুটি অথবা দায়-দায়িত্ব আমারপিক্স.কম বহন করেনা।

 

0.0197
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>