দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারনে ‘একই ছবি’ ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ বহন করে। ‘ক্যাপশন কনটেস্ট’ হচ্ছে আয়োজকের প্রদর্শিত ‘ছবির’ বিপরীতে নিজের পছন্দমতো মানানসই ক্যাপশন বা টাইটেল লেখার প্রতিযোগিতা। আয়োজকের উল্লেখিত ভাষা, স্বাদ এবং অক্ষর সংখ্যা অনুযায়ী অংশগ্রহনকারীগন প্রদর্শিত ছবির ‘টাইটেল’ বা ‘ক্যাপশন’ লিখে অংশগ্রহন করবেন। AmarPix.com নেটওয়ার্কে তৈরীকৃত ফটোগ্রাফি পেইজ এর দায়িত্বপ্রাপ্ত এডমিন/এডিটর ক্যাপশন কনটেস্ট আয়োজন এবং পরিচালনা করতে পারেন।
বিজয়ী
ক্যাপশন কনটেস্টে কোনো ‘বিচারক’ এবং ‘বিজয়ী’ নেই। এখানে ছবি দেখে যার যা মনে আসে, তিনি তাই লিখবেন এবং তার কাছে ‘তার ক্যাপশন’ই সেরা। কনটেস্ট সময়সীমার পর প্রাপ্ত ভোট/পয়েন্ট অনুযায়ী পোস্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে শুধুমাত্র সিরিয়াল করা হয়। এখানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার মানে এই নয় যে, উক্ত ক্যাপশনই সেরা।
পুরস্কার
ক্যাপশন কনটেস্টে দৃশ্যমান কোনো পুরস্কার নেই। ‘ফটোগ্রাফি পেইজ এডমিন’ নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ ফান্ড হিসেবে ঘোষনা করে ‘ক্যাপশন কনটেস্ট’ আয়োজন করেন। কনটেস্ট শেষে অংশগ্রহনকারীদের প্রতিটি ‘পোস্টে’র প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ’কনটেস্ট ফান্ড’ হিসেবে ঘোষিত এই ‘ডিজিটাল কয়েন’ স্বয়ংক্রিয় উপায়ে ভাগ হয়ে অংশগ্রহনকারীদের একাউন্টে স্থানান্তর করা হয়। ধরা যাক ‘এবিসি ফটোগ্রাফি পেইজ’ ৩০০ ডিজিটাল কয়েন কনটেস্টের ‘ফান্ড’ হিসেবে ঘোষনা করেছে। কালাম, শাহীন, মনির নামে ৩জন উক্ত ক্যাপশন কনটেস্টে অংশগ্রহন করেছে এবং ভিজিটরদের প্রদত্ত ভোট/পয়েন্ট পেয়েছে । কনটেস্ট সময়সীমার পর ‘ঘোষিত ফান্ড’ যেভাবে ভাগ হবে-
- কালাম ৩৫ পয়েন্ট, শাহীন ২৫ পয়েন্ট এবং মনির ১৫ পয়েন্ট পেয়েছে। ৩জনের প্রাপ্ত মোট পয়েন্ট (৩৫+২৫+১৫) = ৭৫
- মোট পয়েন্ট দিয়ে ফান্ডের ৩০০ কয়েন ভাগ করা হবে, ৩০০ কয়েন/৭৫ পয়েন্ট = ৪ কয়েন। অর্থাৎ প্রতি পয়েন্টের বিপরীতে ৪ কয়েন।
- কালাম (৩৫ পয়েন্ট x ৪ = ১৪০ কয়েন), শাহীন (২৫ পয়েন্ট x ৪ = ১০০ কয়েন), মনির (১৫ পয়েন্ট x ৪ = ৬০ কয়েন) = সর্বমোট ৩০০ কয়েন।
* প্রতিটি ক্যাপশন কনটেস্টের ফান্ড স্বতন্ত্র, যা শুধুমাত্র ঐ কনটেস্টের জন্যেই ঘোষিত হয়। ‘ফটোগ্রাফি পেইজ’ তার ‘ডিজিটাল কয়েন ব্যালেন্স’ এর সর্বোচ্চ ১০% ক্যাপশন কনটেস্টের ‘ফান্ড’ হিসেবে ঘোষনা করতে পারেন। ঘোষিত ডিজিটাল কয়েন বন্টনে কোনো ফ্র্যাকশন থাকলে তা পেইজ একাউন্টে ফেরত প্রদান করা হয়না।