International Photography Awards (IPA)

United States

 

. কে প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে বিবেচ্য হবেন?

যারা ফটোগ্রাফি থেকেই মূলত আয় করেন অথবা যারা নিয়মিত তাদের ছবি পাবলিশ করেন এবং বিক্রি করেন অথবা কোন প্রফেশনাল ফটোগ্রাফি অর্গানাইজেশনের অংশ।

 

. এক সিরিজে কয়টি ছবি আপলোড করা যায়?

কমপক্ষে ২টি এবং সর্বোচ্চ ১০টি ছবি। কমন থিম অথবা কনসেপ্টের এবং সিঙ্গেল টাইটেলের হবে। সিরিজ আকারে সাবমিট করার সময় সবগুলো ছবি একসাথে সাবমিট করবেন, কারন সিরিজের ছবি একত্রে জাজ করা হয়। সবচেয়ে ভালো ছবিটি সিরিজের সর্বপ্রথমে রাখতে চেস্টা করবেন।

 

. ফটো সাবমিট হলে কিভাবে বুঝতে পারবো?

প্রতিযোগীতার সাবমিশন ডেট শেষ হওয়ার মধ্যে আপনার পেমেন্ট/ ইমেজ ঠিক ভাবে আপলোড না করলে জুরিদের বিবেচনার যোগ্য হবে না। আপনার মেম্বার সেকশনে লগ ইন করে এন্ট্রি স্ট্যাটাস দেখে জানতে পারবেন ।

 

. কনটেষ্টে ফটো সাবমিট পদ্ধতি

প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে সাবমিশন ফরম পূরন করুন। এরপর, ছবি আপলোড করার পেইজে ছবি আপলোড করবেন।

 

. ছবির ফাইলের ধরন কেমন হবে?

৪মেগাবাইটের চেয়ে বড় হবে না। ছবি JPG ফরম্যাট, 72 dpi এবং লংগেষ্ট সাইডে নূন্যতম ১০০০ পিক্সেলের হবে ।

ছবির টাইটেল এবং আপনার নামের শেষ অংশ দিয়ে ফাইল নেম তৈরি করুন। ফাইল নেমে কোন স্পেস অথবা সিম্বল ব্যবহার করবেন না। যদি সিরিজ সাবমিট করেন তাহলে ছবিগুলোর নাম্বার দিন এবং ক্রম অনুসারে আপলোড করুন।

 

. এক ছবি একাধিক ক্যাটাগরিতে দেয়া যায়?

একই ছবি একাধিক ক্যাটাগরিতে সাবমিট করা যায়। এতে বিজয়ী হওয়ার সম্ভাবনাও বাড়ে। তবে প্রতিটি অতিরিক্ত ক্যাটাগরির জন্য অতিরিক্ত ফি রয়েছে। প্রাথমিক এন্ট্রিতে প্রফেশনাল, নন-প্রফেশনাল এবং ছাত্রদের জন্য ২০% ছাড় রয়েছে।

 

. ছবি তোলার সময়ের ক্ষেত্রে সময়সীমা আছে?

হ্যা, ছবি ৫বছরের বেশী পুরোনো হতে পারবে না।

 

. যে ছবি আগে কোন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে, অথবা আগে কখনো IPA প্রতিযোগীতা, অথবা অন্য কোন প্রতিযোগীতায় জমা দেয়া ছবি সাবমিট করা যাবে ?

হ্যা, আগে কোন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে, অথবা আগে কখনো IPA কম্পিটিশন, অথবা অন্য কোন প্রতিযোগীতায় জমা দেয়া ছবি এখানে সাবমিট করা যাবে। তবে যতটা সম্ভব নতুন ছবি জমা দেয়ার জন্য  আমরা উৎসাহিত করি।

 

. বুক ক্যাটাগরি কি?

যে সকল ফটোগ্রাফারবৃন্দ তাদের ছবি বই আকারে প্রকাশ করেছেন, সাবমিশন তারিখের ৫ বছরের মধ্যে সেগুলো এই ক্যাটাগরির মধ্যে পরে। প্রদর্শনীর ক্যাটালগ, প্রোটোটাইপস, প্রোপোজাল ইত্যাদির নূন্যতম ৫টি ছবি সিরিজ আকারে সাবমিট করতে হয়।

 

১০. পেমেন্টের পর এন্ট্রি পরিবর্তন করা যায়?

পেমেন্ট করার পর এন্ট্রি পরিবর্তন করার কোন সুযোগ নেই। তাই পেমেন্ট করার আগে আপনার ছবি সাবধানতার সাথে পরীক্ষা করে নিন।

 

১১. অংশগ্রহনের জন্য পেমেন্ট পদ্ধতি

অনলাইনে ছবি সাবমিটের পর পেপাল অথবা ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করা যায়।

 

১২. পেমেন্ট শুধুমাত্র ডলারে করতে হবে?

হ্যা, আমরা শুধু ডলারে পেমেন্ট গ্রহন করি।

 

১৩. কোন দেশের জন্য সাবমিশন ফি ডিসকাউন্ট দেয়া হয়?

হ্যা, সারা বিশ্বে ফটোগ্রাফারদের অংশগ্রহনের ক্ষেত্রে সমান সুযোগ দেয়ার জন্য IPA কিছু দেশের সাবমিশন ফি এর ক্ষেত্রে কিছু ছাড় দিয়ে থাকে। যদি ছাড়প্রাপ্ত নির্দিষ্ট দেশ থেকে সাবমিট করেন, অনলাইন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন সাবমিশন ফর্মের ডিসকাউন্ট পেয়ে যাবেন।

 

১৪. বিজয়ী ঘোষনা কখন হবে?

ফাইনাল সাবমিশনের ডেডলাইন পার হওয়ার তারিখ থেকে ৬ সপ্তাহ পরে বিজয়ী ঘোষনা করা হবে।

 

১৫. বিজয়ীদের কিভাবে জানানো হবে?

জুরি সিলেকশন শেষ হওয়ার পর সকল বিজয়ী ছবি IPA এর ওয়েবসাইটে পোষ্ট করা হবে।  বিজয়ী ফটোগ্রাফারদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। IPA এর অন্যান্য কমিউনিকেশন চ্যানেলেও বিজয়ীদের সম্পর্কে জানানো হবে। শুধুমাত্র ২জন শীর্ষ বিজয়ীকে লুসি অ্যাওয়ার্ড (ফটোগ্রাফার অব দ্য ইয়ার এবং ডিসকভারী অব দ্য ইয়ার) দেয়া হবে যা লুসি অ্যাওয়ার্ড গালা’য় ঘোষনা করা হবে।

 

১৬. পুরস্কার পেলে কিভাবে জানবো?

সকল বিজয়ীকেই ইমেইলের মাধ্যমে জানানো হয়ে থাকে। তবে অনেক সময় মেইল ফিল্টার অথবা সার্ভারের কারনে নোটিফিকেশন সঠিকভাবে পাওয়া যায় না। তাই নিয়মিত মেম্বার প্রোফাইলে পরীক্ষা করে বিজয়ী এন্ট্রিগুলো চেক করুন।

 

১৭. বিজয়ীদের জন্য পুরস্কার

১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী বিজয়ী এবং অনারেবল মেনশন বিজয়ী সার্টিফিকেট এবং একটি বিজয়ী সীল/লোগো পাবেন।

 

১৩টি প্রধান প্রফেশনাল ক্যাটাগরির বিজয়ীরা ১হাজার ডলারের ক্যাশ প্রাইজ, লুসি অ্যাওয়ার্ডে অংশগ্রহনের জন্য ২টি কম্পলিমেন্টারী টিকিট এবং ইন্টারন্যাশনার ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য তালিকাভূক্ত হবেন।

 

১৩টি নন প্রফেশনাল ক্যাটাগরীর বিজয়ীরা ৫০০ ডলার মূলের ক্যাশপ্রাইজ, লুসি অ্যাওয়ার্ডে অংশগ্রহনের জন্য ২টি কম্পিমেন্টারী টিকিট এবং ডিসকভারী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য তালিকাভুক্ত হবেন।

 

লুসি অ্যাওয়ার্ড গালা এবং নিউইয়র্কে IPA বেষ্ট অব শো অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য অতিরিক্তভাবে প্রতি ক্যাটাগরীর উইনারদের ৫০০ ডলার ট্রাভেল এলাউন্স দেয়া হবে।

 

লুইস অ্যাওয়ার্ড গালা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। প্রফেশনাল ক্যাটাগরী  থেকে শীর্ষ দুইজন বিজয়ী “ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার” এবং নন প্রফেশনাল ক্যাটগরী থেকে “ডিসকভারী অব দ্য ইয়ার” ঘোষনা করা হবে। তারা পাবেন লুসি স্ট্যাচু এবং যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার ডলার নগদ পুরস্কার।

 

প্রফেশনাল এবং নন-প্রফেশনাল উভয় ক্যাটাগরীর ১৩জন বিজয়ী IPA ট্রফি পাবেন।

 


 

এ সম্পর্কিত আরো বিস্তারিত দেখতে IPA ওয়েবসাইট ভিজিট করুন।

 

0.1125
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>