Hamdan International Photography Award (HIPA)

United Arab Emirates

 

. প্রতিযোগীতায় অংশগ্রহন যোগ্যতা

পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, ১৮ বছরের বেশী যে কেউ অংশগ্রহন করতে পারে।

 

. যে কেউ স্পেশাল অ্যাওয়ার্ডে (ফটোগ্রাফি অ্যাপ্রেশিয়েশন অ্যাওয়ার্ড/ দ্য ফটোগ্রাফি কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড/ ইমার্জিং পার্সন/অর্গানাইজেশন ইন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড) অংশগ্রহন করতে পারে?

না, সবাই নয়। শুধুমাত্র হিপা’র নির্বাচিত অংশগ্রহনকারী স্পেশাল অ্যাওয়ার্ডে অংশগ্রহন করতে পারেন।

 

. হিপার পূর্বের কনটেষ্ট বিজয়ী কি বর্তমান কনটেষ্টেও অংশগ্রহন করতে পারবে?

হ্যা, পারবেন।

 

. প্রতিযোগীতায় আমার পক্ষ থেকে কাউকে মনোনীত করতে পারবো ?

না, আপনি অন্য কাউকে আপনার পক্ষ থেকে অংশগ্রহনের জন্য মনোনীত করতে পারবেন না।

 

. কনটেষ্টে অংশগ্রহনেরফি’ কত?

এই কনটেষ্টে অংশগ্রহনের জন্য কোন প্রকার ‘ফি’ পরিশোধ করতে হয়না।

 

. কতগুলো ছবি সাবমিট করা যায়?

জেনারেল ক্যাটাগরির দুইটি সাব-ক্যাটাগরিসহ সবগুলো ক্যাটাগরিতে ১টি করে ছবি জমা দেয়া যায়। পোর্টফোলিও ক্যাটাগরিতে ৫-১০টি ছবি সাবমিট করা যায়।

 

. প্রতিযোগীতায় অংশগ্রহন পদ্ধতি

হিপা’র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি ছবি সাবমিট করতে হবে।

 

. প্রতিযোগীতায় রেজিস্ট্রেশন পদ্ধতি

হিপা ওয়েবসাইটে সকল নিয়মাবলী পড়ে এবং একসেপ্ট করে আপনি প্রতিযোগীতায় রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

. প্রতিযোগীতায় ছবি ঠিকভাবে সাবমিট হয়েছে; বুঝবো কিভাবে?

আপনার ছবিগুলো ঠিকভাবে আপলোড করতে পারলে, আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন।

 

১০. আগে হিপা কোনো প্রতিযোগীতায় অথবা অন্য কোনো প্রতিযোগীতায় কোনো ছবি পুরস্কার বিজয়ী হয়ে থাকলে সে ছবি দিয়ে এই প্রতিযোগীতায় সাবমিট করা যাবে ?

না, পূর্বে হিপা বা অন্য কোন প্রতিযোগীতায় বিজয়ী কোন ছবি দিয়ে আপনি অংশগ্রহন করতে পারবেন না।

 

১১. অন্য কোন প্রতিযোগীতায় সাবমিট করেছি কিন্তু বিজয়ী হয়নি এমন ছবি কি সাবমিট করতে পারবো ?

হ্যা, যেহেতু অন্য কোথাও এই ছবি পুরস্কার পায়নি আপনি সেই এখানে জমা দিতে পারবেন।

 

১২. ইতিমধ্যে বাণিজ্যিক কাজে ব্যবহার হয়েছে এমন কোন ছবি কি জমা দিতে পারবো ?

না, পারবেন না।

 

১৩. ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ছবি কি জমা দেয়া যাবে ?

হ্যা, যাবে।

 

১৪. ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি জমা দেয়া যাবে ?

অ্যানালগ অথবা ডিজিটাল যে কোন ক্যামেরায় তোলা ছবি জমা দেয়া যাবে, কিন্তু জমা দিতে হবে অনলাইনে, তাই ফিল্মে কোন ছবি তোলা হলে সেটা স্ক্যান করে অনলাইনে সাবমিট করতে হবে।

 

১৫. ছবি/ পোর্টফোলিও সাবমিটকালীন সাথে কি কোনো বিস্তারিত লিখতে হবে ?

হ্যা, প্রতিটি ক্যাটাগরির প্রতিটি ছবির সাথে সর্বনিম্ন ৩০ শব্দের ছোট একটি বিস্তারিত থাকতে হবে। তবে পোর্টফোলিও ক্যাটাগরিতে প্রতিটি ছবির সাথে না দিয়ে, পুরো পোর্টফোলিওতে একটি বিস্তারিত বর্ননা থাকতে হবে।

 

১৬. ছবি বর্ননা কোন ভাষায় লিখতে হবে ?

ইংরেজী অথবা আরবী অথবা দুই ভাষাতেই বিস্তারিত গ্রহনযোগ্য হবে।

 

১৭. আপলোড করা ছবি কি ডিলিট অথবা রিপ্লেস করা যাবে ?

হ্যা, করা যাবে। তবে আপলোড করার ৩দিনের মধ্যে তা করতে হবে।

 

১৮. ছবি আপলোডকালীন সমস্যায় পড়লে কি করবো ?

আপনি হিপা হেল্প ডেস্কে (customer.helpdesk@hipa) এ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন।

 

১৯. ছবিরফরম্যাটও কি পাঠাতে হবে ?

অংশগ্রহনকারী সাবমিটের সময়  ‘র’ অথবা ক্যামেরার অরিজিনাল ফাইল; যে কোন ফরম্যাটে সাবমিট করতে পারেন, হিপা সিস্টেম ৩৮টি ভিন্ন ভিন্ন ‘র’ টাইপ ছবি গ্রহন করে।

 

২০. ফটোশপ অথবা অন্য কোন ফটো এডিটিং সফটওয়্যারে এডিটকৃত ছবি  জমা দেয়া যায় ? কতটুকু এডিটিং গ্রহনযোগ্য হবে

হ্যা, গ্রহনযোগ্য হবে। তবে এডিটিং যেন ছবির অথেনটিসিটিতে প্রভাব না ফেলে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

 

২১. ছবির রেজ্যুলেশন এবং ডাইমেনশন?

ছবি JPEG ফরম্যাট এবং নূন্যতম ৫ মেগাবাইট সাইজের হতে হবে। লংগেষ্ট এজে নূন্যতম ২০০০ পিক্সেল,  কোয়ালিটি  নূন্যতম ৩০০ dpi এবং পাবলিকেশনের জন্য পর্যাপ্ত হতে হবে।

 

২২. প্যানারোমিক ছবি গ্রহনযোগ্য?

হ্যা, গ্রহন করা হয়।

 

২৩. ২০২০ সালের আগের তোলা ছবি জমা দেয়া যাবে?

হ্যা, যাবে। কোন তারিখে তোলা এ বিষয়ে কোন বাধ্যবাধকতা নেই।

 

২৪. সব ক্যাটাগরিতে সাদা-কালো ছবি জমা দেয়া যায় ?

হ্যা, যায়। শুধু জেনারেল ক্যাটাগরির ‘কালার’ সাব-ক্যাটাগরি ব্যতীত, সব ক্যাটাগরিতে জমা দেয়া যাবে।

 

২৫. একই ছবি একাধিক ক্যাটাগরিতে জমা দেয়া যায় ?

না, যাবে না।

 

২৬. পোট্রেইট ফটোগ্রাফের জন্য মডেল রিলিজ ফর্ম জমা দিতে হবে ?

হ্যা। ছবি ফাইনাল জাজিং স্টেজে গেলে মডেল রিলিজ প্রয়োজন হবে।

 

২৭. প্রতিযোগীতায় কনটেমপোরারি অথবা কনসেপচ্যুয়াল ফটোগ্রাফি গ্রহনযোগ্য ?

হ্যা, গ্রহন করা হয়।

 

 


 

 

বিচার প্রক্রিয়া

 

. হিপা কয়টি জাজিং স্টেজ রয়েছে?

হিপা’য় ৪টি জাজিং স্টেজ আছে।

 

. বর্তমান প্রতিযোগীতায় কারা বিচারক থাকবেন?

বর্তমান প্রতিযোগীতা শেষ হওয়ার আগে পর্যন্ত বিচারকদের পরিচয় প্রকাশ করা হয় না।

 

. বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় ?

 

স্টেজ-১

প্রাথমিক পর্যায়ে প্রতিযোগীতায় জমাকৃত ছবিগুলো ফিল্টার করা হয়। জাজবৃন্দ এই স্টেজে জমাকৃত ছবিগুলো নিয়মাবলী এবং শর্তাবলী অনুযায়ী ঠিক আছে কিনা; তা পরীক্ষা করে করে গ্রহন অথবা বাতিল করেন।

 

স্টেজ-২

সাধারনত ৩জন করে বিচারকদের ৩টি দল থাকে, যারা ছবিগুলোকে ১ থেকে ১০০ এর মধ্যে স্কোর প্রদান করেন। প্রতিটি বিচারকদল একটি নির্দিস্ট ক্যাটাগরি নিয়ে কাজ করেন এবং সেখান থেকে ছবি নির্বাচন করেন।

 

স্টেজ-৩

নির্দিষ্ট সংখ্যক ছবি ৩য় স্টেজে যোগ্য হিসেবে নির্বাচিত হবে। এখানে ৯জন বিচারক পুনরায় প্রতিটি ছবিকে ১থেকে ১০০ এর মধ্যে স্কোর/পয়েন্ট দিবেন।

 

স্টেজ-৪

হিপা টিম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগীদের ভেরিফিকেশন প্রসেস শুরু করবে। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় লিগ্যাল ডকুমেন্টস যেমন মডেল রিলিজ ফরম এবং ছবির মালিকানার প্রমান। এই স্টেজে প্রতিটি ক্যাটাগরির বিজয়ী নির্বাচন করা হবে

 

. বিচারকরা প্রতিযোগীর নাম জানতে পারেন ?

না, বিচারকদের প্রতিযোগীর নাম অথবা অন্য কোন কিছুই জানানো হয় না।

 

. প্রতিযোগীতায় বিজয়ীদের কিভাবে জানানো হয়?

রেজিস্ট্রেশনের অংশগ্রহনকারী যে ইমেইল দিয়েছেন, তার মাধ্যমে মেইল করে জানানো হবে। কেউ ফাইনালিস্ট হিসেবে বিবেচিত হলে প্রয়োজনীয় ডকুমেন্টস চাওয়া হবে এবং অংশগ্রহনকারীর  পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া শুরু হবে।

 

. আমি ফাইনালিষ্ট না হলে কি হিপা আমার ছবি ব্যবহার করবে ?

না, ব্যবহার করবে না।

 

0.1160
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>