যথাযথ অনুশীলন ছাড়া কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা কঠিন। আবার পরামর্শবিহীন অনুশীলন অনেক সময় কাজে আসেনা। গঠনমূলক পরামর্শ শিক্ষানবীশের ভুল-ত্রুটি খুঁজে বের করে, তা সমাধানে সাহায্য করে। ভিজুয়াল আর্টের বিভিন্ন শাখায়, যেমন- আলোকচিত্র, ডিজিটাল পেইন্টিং, গ্রাফিক ডিজাইন; ইত্যাদি বিষয়ে শিক্ষানবীশদের গঠনমূলক পরামর্শ প্রয়োজন হয়। সোস্যাল মিডিয়াতে পোস্ট করলে সুনির্দিষ্টভাবে রিপ্লাই পাওয়া যায়না। ক্ষেত্র বিশেষে তা পরামর্শের বদলে সমালোচনা হয়ে যায়। ইনষ্টিটিউটে যাওয়া যায়, কিন্তু তা বেশ সময়সাপেক্ষ। তাহলে কার কাছে, খুব সহজেই পরামর্শ চাওয়া যাবে? কোন কোন বিষয়ে চাওয়া যাবে? সে কি এমনি এমনি পরামর্শ দিবে? অন্যের জন্য কার এতো সময় আছে?
অন্যদিকে অনেক দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি আছেন, যারা শিক্ষানবীশদের সাহায্য করতে দায়িত্ব অনুভব করেন এবং শেখাতে ভালোবাসেন। কিন্তু তিনি জানেননা, কার কোন বিষয়ে সাহায্য দরকার। তিনি হয়তো সোস্যাল মিডিয়াতে, পেইজে, গ্রুপে অন্যকে গঠনমূলক পরামর্শ দেন, কিন্তু সেগুলোর কোনো লগ থাকেনা। যদি থাকতো, তাহলে অন্য শিক্ষানবীশরাও সেই পুরোনো পরামর্শগুলো দেখে উপকৃত হতো। টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ল’ইয়ার; এমন প্রায় সবার, অভিজ্ঞতার ভিত্তিতে আইডেনটিটি তৈরী হয়, কিন্তু ভিজুয়াল আর্ট বিষয়ে একজন দক্ষ ব্যক্তির পরামর্শক হিসেবে কোনো আইডেনটিটি তৈরী হয়না
AmarPix.com ভিজুয়্যাল আর্ট বিষয়ে সম্পৃক্ত বাংলাদেশী শিক্ষানবীশদের সুবিধার্থে ‘ভিজুয়াল আর্ট মেন্টর’ সেবা যুক্ত করেছে। এই সেবা শিক্ষানবীশ এবং মেন্টরদের মাঝে বিনা খরচে যোগাযোগের একটি উপায় মাত্র। এখানে নিজের আলোকচিত্র, ডিজিটাল পেইন্টিং, গ্রাফিক ডিজাইন; ইত্যাদি অর্ডার আকারে পোস্ট করে পরামর্শ চাওয়া যায়। সাহায্যকারী মেন্টরগন সদস্যদের অর্ডারকৃত কনটেন্টগুলোতে টেক্সটের মাধ্যমে পরামর্শ দেন।
আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত যে কেউ ‘মেন্টর’ হিসেবে যোগ দিতে পারবেন অথবা নিজের আলোকচিত্র, আর্ট, ডিজাইন সম্পর্কে পরামর্শ চেয়ে ‘অর্ডার’ সাবমিট করতে পারবেন। একই ব্যক্তি একইসাথে অন্যের অর্ডারকৃত কনটেন্টে পরামর্শ দিতে পারবেন, আবার নিজ প্রয়োজনে অন্য দক্ষ মেন্টরদের কাছ থেকে পরামর্শ পাওয়ার জন্য অর্ডার করতে পারবেন। এটা নির্ভর করে প্রয়োজনের উপর। তবে নিজের অর্ডারকৃত পোস্টে নিজে পরামর্শ দেয়া যায়না।‘
ভার্সন VAM3.0
বতর্মানে এই সেবা/সার্ভিসটির Demo বা BETA ভার্সন VAM3.0 পরীক্ষামূলকভাবে রিলিজ করা হয়েছে। এখানে মূল পরিকল্পনার ৩০% বাস্তবায়ন করা হয়েছে। সিস্টেমটির সমস্যা, এরর, বাগ এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এর পরবর্তী ভার্সনগুলো মুক্ত করা হবে।