আমারপিক্স.কম নেটওয়ার্কে ‘ফটোগ্রাফি’ বিষয়ে ‘কর্মশালা’ আয়োজন করা যায়। ফটোগ্রাফি পেইজের পক্ষ থেকে পেইজ এডমিন/এডিটর কর্মশালা আয়োজন এবং পরিচালনা করতে পারেন। এর উদ্দেশ্য বাংলাদেশে ফটোগ্রাফি বিষয়ে আয়োজিত কর্মশালা সম্পর্কিত সকল তথ্য ডিজিটাল ফরম্যাটে সবার জন্য উন্মুক্তভাবে প্রচার করা, যথাযথভাবে সংরক্ষিত রাখা এবং অংশগ্রহনকারীদের মতামতের ভিত্তিতে ইভেন্টের মান নির্নয় করা। বর্তমানে এতে যে সুবিধাগুলো যুক্ত করা হয়েছে-
ট্রেইনার নির্বাচন
যদি কর্মশালার ট্রেইনারের নামপ্রকাশ করতে চান তবে ‘ট্রেইনার তথ্য’ সেকশনে ক্লিক করুন। ফোন নম্বরের মাধ্যমে আপনি ট্রেইনারকে যুক্ত করতে পারেন। AmarPix.com সাইটে এই ট্রেইনারের ভেরিফাইকৃত একাউন্ট থাকলেই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। ‘অনুরোধ’ পাঠানোর পর উক্ত ফটোগ্রাফার পপআপ ম্যাসেজ পাবেন। তিনি ম্যাসেজ অনুমোদন করলে এই কর্মশালার তথ্যে ট্রেইনার/মেন্টর হিসেবে নাম প্রদর্শিত হবে। আপনি প্রয়োজনে ট্রেইনারের নাম বাতিল করতে পারবেন।
সমস্ত তথ্য ঠিক থাকলে পোস্ট করুন অথবা ড্রাফট করুন। পোস্ট করার পর কর্মশালা সম্পর্কিত বিজ্ঞাপনটি কারো অনুমোদন ছাড়াই আয়োজক ফটোগ্রাফি পেইজের ইভেন্ট সেকশনে প্রকাশিত হবে।
আমারপিক্স.কম নেটওয়ার্কে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপের পক্ষ থেকে কর্মশালা আয়োজন করা যায়। এডমিন/এডিটর কর্মশালা আয়োজন এবং পরিচালনা করতে পারেন। আয়োজনের পূর্বে কর্মশালা নীতিমালা জেনে নিন।