আমারপিক্স.কম নেটওয়ার্কে ‘ফটোগ্রাফি’ বিষয়ে ‘কর্মশালা’ আয়োজন করা যায়। ফটোগ্রাফি পেইজের পক্ষ থেকে পেইজ এডমিন/এডিটর কর্মশালা আয়োজন এবং পরিচালনা করতে পারেন। এর উদ্দেশ্য বাংলাদেশে ফটোগ্রাফি বিষয়ে আয়োজিত কর্মশালা সম্পর্কিত সকল তথ্য ডিজিটাল ফরম্যাটে সবার জন্য উন্মুক্তভাবে প্রচার করা, যথাযথভাবে সংরক্ষিত রাখা এবং অংশগ্রহনকারীদের মতামতের ভিত্তিতে ইভেন্টের মান নির্নয় করা। বর্তমানে এতে যে সুবিধাগুলো যুক্ত করা হয়েছে-

 

  • খুব সহজেই কর্মশালা আয়োজন সম্পর্কিত বিজ্ঞাপন তৈরী করা যায়। আয়োজিত কর্মশালায় চাহিদানুযায়ী ট্রেইনার/মেন্টরকে আমন্ত্রন জানানো যায়, এবং তারা আমন্ত্রন গ্রহনের পর কর্মশালার বিজ্ঞাপনে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ হয়।

 

  • কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত নাকি শুধুমাত্র নির্দিষ্ট কোনো সদস্যদের জন্য সংরক্ষিত, তা ঘোষনা দেয়া যায়।  

 

  • ‘যেতে পারি’ এবং ‘অবশ্যই যাবো’ এই দুটি অপশনের মাধ্যমে আগ্রহী যে কেউ কর্মশালায় যোগদানে আগ্রহ প্রকাশ করতে পারেন। ফলে আয়োজক অংশগ্রহনকারীদের সংখ্যা বিষয়ে অবগত হতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। কর্মশালা অনুষ্ঠিত হবার দিন কয়জন অংশগ্রহন করবেন তা আগে থেকেই জানা যায়।

 

  • অংশগ্রহনকারী এবং ট্রেইনার তাদের অংশগ্রহনকৃত কর্মশালা বিষয়ে রিভিউ প্রদান করতে পারেন। এর ফলে আয়োজকের অভিজ্ঞতা এবং পরিচালনা দক্ষতা বিষয়ে অংশগ্রহনকারীদের মতামত পাওয়া যায় এবং তা আয়োজকের একাউন্টে লগ আকারে সংরক্ষিত থাকে। আয়োজকের প্রাপ্ত রিভিউ ট্রেইনার এবং অংশগ্রহনকারীগনকে উক্ত আয়োজকের ভবিষ্যতে আয়োজিত কর্মশালায় অংশগ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

 

  • আয়োজক এবং অংশগ্রহনকারী উভয়ে কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত ট্রেইনারের ট্রেনিং দক্ষতা সম্পর্কে ‘রিভিউ’ প্রদান করতে পারেন। ‍প্রাপ্ত সকল রিভিউ ট্রেইনারের একাউন্টে অভিজ্ঞতা তথ্য হিসেবে সংরক্ষিত হয়, যার মাধ্যমে ভবিষ্যতে উক্ত ট্রেইনার সম্পর্কে আয়োজক এবং অংশগ্রহনকারীদের ধারনা পাওয়া সহজ হবে।

 

  • কর্মশালা অনুষ্ঠিত হবার দিন কে কে উপস্থিত হয়েছেন; আয়োজক তা নির্দিষ্টভাবে নির্বাচন করতে পারেন। নির্দিষ্ট কোনো ব্যক্তি/অংশগ্রহনকারী কোন কোন ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অংশগ্রহন করেছেন তার লগ সংরক্ষিত থাকে।

 

  • উপস্থিত অংশগ্রহনকারীগন উক্ত কর্মশালা বিষয়ে ‘ছবি’ পোস্ট করতে পারেন। এজন্য প্রতিটি কর্মশালা ‘গ্যালারী’ যুক্ত করা হয়েছে, যেখানে শুধুমাত্র উপস্থিত অংশগ্রহনকারীগণ ছবি আপলোড করতে পারেন। ছবিতে রেটিং প্রদান করা যায়, ফলে উক্ত কর্মশালা বিষয়ে অংশগ্রহনকারীদের পোস্টকৃত সেরা ছবিগুলো নির্বাচন করা যায়।

 

  • ভবিষ্যতে আয়োজিত কর্মশালা বিষয়ে পোস্টার, ব্যাকড্রপ, সার্টিফিকেট স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা যাবে।

 

  • প্রতিটি কর্মশালার আয়োজক, অংশগ্রহনকারী এবং ট্রেইনার সম্পর্কিত তথ্য স্বতন্ত্রভাবে ইতিহাস আকারে সংরক্ষিত থাকে। যা ব্যক্তিগতভাবে উক্ত ৩পক্ষের ভবিষ্যত তথ্য হিসেবে তাদের নিজ নিজ একাউন্টে অভিজ্ঞতা এবং দক্ষতা হিসেবে জমা থাকবে।

 

  • ফটোগ্রাফি পেইজের ড্যাশবোর্ড থেকে ‘ফটোগ্রাফি ইভেন্ট’ বাটনে ক্লিক করুন এবং ‘কর্মশালা তৈরী’ অপশন নির্বাচন করুন। কর্মশালা আয়োজনের জন্য ফরম প্রদর্শিত হবে। প্রয়োজনীয় তথ্য পূরন করুন।

 

  • কর্মশালার নাম এবং বিষয় লিখুন।

 

  • কর্মশালাটি শুধুমাত্র নির্দিষ্ট কোনো সদস্যদের জন্য সংরক্ষিত, নাকি সবার জন্য উন্মুত তা নির্বাচন করুন।

 

  • ভেন্যু, অনুষ্ঠিত হওয়ার তারিখ এবং কয়দিনের কর্মশালা তা উল্লেখ করুন।

 

  • কর্মশালায় অংশগ্রহনে কোনো ‘ফি’ প্রযোজ্য হলে পরিমান উল্লেখ করুন।

 

  • কর্মশালার উদ্দেশ্য এবং প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে উল্ল্যেখ করুন।

 

  • ‘ডিজাইন ভিউ’ বাটনে ক্লিক ক্লিক করে পরবর্তী পেইজে কর্মশালার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ন ছবি আপলোড করুন।

 


 

ট্রেইনার নির্বাচন

যদি কর্মশালার ট্রেইনারের নামপ্রকাশ করতে চান তবে ‘ট্রেইনার তথ্য’ সেকশনে ক্লিক করুন। ফোন নম্বরের মাধ্যমে আপনি ট্রেইনারকে যুক্ত করতে পারেন। AmarPix.com সাইটে এই ট্রেইনারের ভেরিফাইকৃত একাউন্ট থাকলেই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। ‘অনুরোধ’ পাঠানোর পর উক্ত ফটোগ্রাফার পপআপ ম্যাসেজ পাবেন। তিনি ম্যাসেজ অনুমোদন করলে এই কর্মশালার তথ্যে ট্রেইনার/মেন্টর হিসেবে নাম প্রদর্শিত হবে। আপনি প্রয়োজনে ট্রেইনারের নাম বাতিল করতে পারবেন।

 


 

সমস্ত তথ্য ঠিক থাকলে পোস্ট করুন অথবা ড্রাফট করুন। পোস্ট করার পর কর্মশালা সম্পর্কিত বিজ্ঞাপনটি কারো অনুমোদন ছাড়াই আয়োজক ফটোগ্রাফি পেইজের ইভেন্ট সেকশনে প্রকাশিত হবে।

 

আমারপিক্স.কম নেটওয়ার্কে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপের পক্ষ থেকে কর্মশালা আয়োজন করা যায়। এডমিন/এডিটর কর্মশালা আয়োজন এবং পরিচালনা করতে পারেন। আয়োজনের পূর্বে কর্মশালা নীতিমালা জেনে নিন।

 

  • এমন কোনো বিষয়ে কর্মশালা আয়োজন করা যাবেনা যা সামাজিক/রাষ্ট্রীয় নীতিমালা ভঙ্গ করে।

 

  • কর্মশালা আয়োজনের পর উপযুক্ত কারন ব্যতীত বাতিল করা যাবেনা।

 

  • শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের ফোন নম্বরের মাধ্যমে ট্রেইনার হিসেবে আমন্ত্রন পাঠানো যাবে। অপরিচিত কাউকে ট্রেইনার হিসেবে আমন্ত্রন জানিয়ে বিরক্ত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

  • আয়োজিত সকল কর্মশালা সাইট এডমিনের অনুমোদন ছাড়াই সাইটে এবং উক্ত পেইজ/গ্রুপের ইভেন্ট সেকশনে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নীতিমালা ভঙ্গের কারনে আমারপিক্স.কম কর্তৃপক্ষ চলমান/প্রকাশিত যে কোনো কনটেস্ট স্থগিত এবং বাতিল করার অধিকার সংরক্ষন করে।

 

  • কর্মশালায় অংশগ্রহনে যদি কোনো ‘অংশগ্রহন ফি’ প্রযোজ্য থাকে, তবে তা নেটওয়ার্কের বাইরে লেনদেনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

0.0728
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • লগইন
  • <pt>