একটি সফল ‘প্রদর্শনী’ আয়োজনে অনেক মানুষের শ্রম, গনসংযোগ, ভেন্যু, আর্থিক যোগান এবং যথাযথ পরিকল্পনার দরকার হয়। পাশাপাশি দর্শনাথীদের বিষয়টি জানাতে প্রচারের প্রয়োজন হয়। যার ফলে ১৮ কোটি মানুষের দেশে ‘ছবি প্রদশর্নী’ আয়োজনের সংখ্যা খুবই কম। অন্যদিকে ব্যস্ত জীবন এবং অসহনীয় মাত্রার ‘ট্রাফিক’ ব্যবস্থার কারনে নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহন করা বাংলাদেশীদের জন্য দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমারপিক্স.কম এমন একটি ‘প্রদর্শনী’ সিস্টেম উন্নয়নের চেষ্টা করছে; যেখানে ফটোগ্রাফি, চিত্রকর্মসহ বিভিন্ন বিষয়ে অনলাইন ভিত্তিক ‘প্রদর্শনী’ আয়োজন করা যায়। এতে যে বিষয়গুলো রয়েছে-
আমারপিক্স.কম সাইটে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপের পক্ষে আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহন করা খুবই সহজ। সাইটে নিবন্ধিত যে কেউ অংশগ্রহন করতে পারবেন। বিস্তারিত তথ্য দেখুন এবং প্রদর্শনীর বিষয় অনুযায়ী ‘ছবি’ পোস্ট/আপলোড করুন। আপনার পোস্টকৃত ছবি সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং ভোট দিতে বলুন। ছবি প্রদর্শনীর ২টি অংশ।
ক) প্রতিটি প্রদর্শনীতে নির্দিষ্ট সময় সীমার মাঝে ‘ছবি’ পোস্ট করে অংশগ্রহন করবেন।
খ) ‘প্রদর্শনী’ শেষে প্রকাশিত ‘প্রতিটি ছবিতে’ প্রাপ্ত রেটিং/পয়েন্টের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে পজিশন নম্বর যুক্ত হবে।
অংশগ্রহন ফি
এই সাইটে আয়োজিত প্রতিটি ছবি প্রদর্শনীতে আয়োজক নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ অংশগ্রহন ‘ফি’ হিসেবে নির্ধারন করেন। প্রদর্শনীতে ছবি পোস্ট করার সাথে সাথে অংশগ্রহনকারীর একাউন্ট থেকে উক্ত পরিমান ডিজিটাল কয়েন ‘ফি’ হিসেবে ‘প্রদর্শনী ফান্ডে’ জমা হয়। সকল অংশগ্রহনকারীর অংশগ্রহন ‘ফি’ এই ফান্ডে জমা হয়।
প্রদর্শনীর পুরস্কার
অনলাইন ছবি প্রদর্শনীতে নির্দিষ্ট কোনো পুরস্কার নেই। ফলাফল ঘোষনার পর প্রতিটি ছবির প্রাপ্ত রেটিং/পয়েন্ট এর ভিত্তিতে ‘প্রদর্শনী ফান্ডে’ জমাকৃত কয়েনের ৯০% ভাগ করে স্বয়ংক্রিয়ভাবে সকল অংশগ্রহনকারীদের একাউন্টে পরিশোধ করা হয়। ‘প্রদর্শনী ফান্ড’ এর বাকি ১০% কয়েন ‘পরিচালনা ফি’ হিসেবে আয়োজক ফটোগ্রাফি পেইজ বা গ্রুপের একাউন্টে স্থানান্তর করা হয়।
আমারপিক্স.কম সাইটে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপ আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহনের পূর্বে যে বিষয়গুলো জানা জরুরী
ছবি বাতিলের কারন
‘আয়োজক’ তার আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের পোস্ট/আপলোডকৃত যে কোনো ‘ছবি’ ফলাফল ঘোষনার পূর্ব পর্যন্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন। যে কারনে অংশগ্রহনকারীর ছবি বাতিল হতে পারে-
আয়োজক প্রদর্শনী তৈরীর সময় ছবির কপিরাইট নির্বাচন করেন। যে কোনো ছবি প্রদর্শনীতে ছবি পোস্ট/সাবমিটের পূর্বে অংশগ্রহনকারীদের কপিরাইট সম্পর্কিত বিস্তারিত তথ্য যথাযথভাবে পড়ে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমারপিক্স.কম সাইটে আয়োজিত ছবি প্রদর্শনীতে ২টি কপিরাইট নির্বাচনের সুযোগ রয়েছে।
ক) CC0 (পাবলিক ডোমেইন)
এই কপিরাইট লাইসেন্সে আয়োজিত প্রদর্শনীতে পোস্টকৃত যে কোনো ছবি/ইমেজ কপি বা ডাউনলোড করে বাণিজ্যিক/অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, পরিবর্তন, সরবরাহ এবং প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীকে উক্ত কাজে এই ছবি/ইমেজের স্বত্বধারীর নাম উল্ল্যেখ করে ক্রেডিট দিতে হবেনা।
খ) সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি/ইমেজের কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার ফটোগ্রাফার কর্তৃক সংরক্ষিত। এই কপিরাইট লাইসেন্সে আয়োজিত প্রদর্শনীতে পোস্টকৃত কোনো ছবি/ইমেজ কেউ কপি বা ডাউনলোড করে বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন, পরিবর্ধন এবং সরবরাহ করতে পারবেন না।
আমারপিক্স নেটওয়ার্কে তৈরীকৃত ‘ফটোগ্রাফি পেইজ বা গ্রুপে’র পক্ষ থেকে এডমিন/এডিটর ‘অনলাইন ছবি প্রদর্শনী’ আয়োজন করতে পারেন। পেইজের ‘এডমিন’ সেকশনের ‘ফটোগ্রাফি ইভেন্ট’ বাটনে ক্লিক করুন। ফটোগ্রাফি ইভেন্ট লিস্টের [ছবি প্রদর্শনী তৈরী] অপশনে ক্লিক করলে ‘ছবি প্রদর্শনী’ আয়োজন ফরম প্রদর্শিত হবে।
‘ফটোগ্রাফি পেইজ বা গ্রুপে’র পক্ষ থেকে এডমিন/এডিটর ‘অনলাইন ছবি প্রদর্শনী’ আয়োজন করতে পারেন। কোনো প্রদর্শনী আয়োজনের পূর্বে আয়োজকের যে বিষয়গুলো জানা থাকা উচিত-
ছবি প্রদর্শনী বাতিলের কারন-