পটচিত্র প্রদর্শনী

পটচিত্র প্রদর্শনী

গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শম্ভু আচার্য্যের তৃতীয় একক পটচিত্র প্রদর্শনী ‘পটকাব্য পরম্পরা’। এক্সপ্রেশানসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী।

 

পটচিত্র সাড়ে চার শ বছরের পুরোনো লোকশিল্প। প্রচলিত লোকগল্পের চিত্ররূপ। যেমন ‘গাজী কালু চম্পাবতী’র কাহিনি। শম্ভুরা বংশপরম্পরায় পটচিত্র আঁকেন। তিনি নবম উত্তরপুরুষ।

 

প্রদর্শনীর জন্য ৪১টি ছবি প্রায় তিন বছর ধরে এঁকেছেন শিল্পী। ১৯ মে পর্যন্ত দেখে আসা যাবে পটচিত্রগুলো। গ্যালারি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ দিনে থাকবে গাজীর গানের আসর।

সূত্র: https://goo.gl/yhWDDF