জয়নুলের দুর্ভিক্ষ জার্মানির কাসেলে

জয়নুলের দুর্ভিক্ষ জার্মানির কাসেলে

জার্মানির কাসেলে গত শনিবার শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন ডকুমেন্টার।এ আয়োজনের ১৪তম আসরে দেখা যাচ্ছে কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ সিরিজের দুটি ছবি। প্রথমবারের মতো এ আয়োজনে থাকছে বাংলাদেশের কোনো শিল্পীর শিল্পকর্ম। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে জয়নুলের চিত্রকর্ম ছাড়াও আছে সমসাময়িক চলচ্চিত্র নির্মাতা ও লেখক নাঈম মোহাইমেনের ভিডিও চিত্র প্রদর্শনী।

 

ডকুমেন্টা শিল্প প্রদর্শনীটি পাচঁ বছর অন্তর জার্মানির কাসেলে অনুষ্ঠিত হয়। পশ্চিমা ইউরোপের আভাগার্দ ও পরীক্ষামূলক শিল্পের গুরুত্ব তুলে ধরার জন্য এটি ১৯৫৫ সালে আরনল্ড বডের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আয়োজনের ১৪তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জনের বেশি শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। ১০ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

সূত্র:https://goo.gl/5Hn8az