শেখ হাসিনার ৭১ ফুট দীর্ঘ চিত্রাঙ্কন কর্মশালা

শেখ হাসিনার ৭১ ফুট দীর্ঘ চিত্রাঙ্কন কর্মশালা

বঙ্গবন্ধু তার বড় মেয়ে শেখ হাসিনাকে আদর করে ‘হাসুমণি’ বলে ডাকতেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ বঙ্গবন্ধুর আদরের হাসুমণির ৭১তম জন্মদিনে ৭১ ফুট দীর্ঘ চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করে হাসুমণির পাঠশালা। গতকাল দুপুরে শিশু একাডেমি চত্বরে শিশুদের নিয়ে এ কর্মশালার উদ্ধোধন করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

 

‘হাসুমণির বাংলাদেশ’ শীর্ষক জন্মদিনের এ আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের আঁকা শেখ হাসিনার ৭১টি প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন