ন্যাশনাল জিওগ্রাফির আগস্ট ২০১৮ সেরা ৯টি ছবি
প্রতি সপ্তাহে সারা বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে সেরা কিছু ছবি প্রকাশ করে ন্যাশনাল জিওগ্রাফি। গত আগস্ট মাসে প্রকাশ করা সেসব ছবি থেকে সেরা ৯টি ছবি দেয়া হল:
১. ‘সল্ট ফিল্ডস’
ফটোগ্রাফার- তুয়ান গুয়েন
স্থান-বাক লিউ প্রদেশ, ভিয়েতনাম
সমুদ্রের পানি দিয়ে তৈরি লবন সংগ্রহ চলছে।
২. ‘ম্যাটেরনাল ইন্সটিঙ্কট’
ফটোগ্রাফার- কনি্য বোয়েন
স্থান- বতসোয়ানা
একটি বাচ্চা সাতাঁর কাটতে পারছে কিন্তু অন্যটি পারছে না, তাই মা সিংহী তার বাচ্চা মুখে নিয়ে পানি পার হচ্ছে।
৩. ‘পাতাগোনিয়া পিকস’
ফটোগ্রাফার- ভিক্টর লিমা
স্থান-টোরেস ডে্যল ন্যাশনাল পার্ক, পাতাগোনিয়া
টোরেস ডেল ন্যাশনাল পার্ক থেকে প্রাকৃতিক সৌন্দর্য। প্রতি বছর প্রায় ৫ লক্ষ পর্যটক এই পার্ক ভ্রমনে আসে।
৪. ‘ফিদার ডিসপ্লে’
ফটোগ্রাফার-ভিক্টর রোটারু
ময়ূরের পেখম মেলা।প্রজনন সময়ে তাদের এই পেখম মেলা বেড়ে যায়, কারন এ সময়ে স্ত্রী ময়ূর, তার সঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে পুরুষ ময়ূরের আকৃতি, রং এবং তাদের পেখমের কোয়ালিটি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।
৫. ‘টর্নেডো ক্রসিং’
ফটোগ্রাফার-জেমস হ্যামেট
স্থান- লিংকন হাইওয়ে
লিংকন হাইওয়ে ক্রস করছে ঘুর্নিঝড়। এটি ছিল ক্যাটাগরী ৩ এর একটি ঝড় যা অনেক বেশী ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।
৬. ‘চেক সানসেট’
ফটোগ্রাফার- তিয়ান ইয়ু জিয়ং
স্থান- প্রাগ, চেক রিপাবলিক
প্রাগের চালর্স ব্রিজের ওপর থেকে সূর্যাস্ত।
৭. ‘স্টর্মি সিটি’
ফটোগ্রাফার-অস্টিন পাজ
স্থান- ম্যানহাটান, আমেরিকা
ম্যানহাটান শহরে ঝড়ের আভাস।
৮. ‘ফ্লাইং লো’
ফটোগ্রাফার- মিলান জাইগমান্ট
স্থান- চেক রিপাবলিক
সাদা লেজের ঈগল পানির উপর দিয়ে উড়ে যাচ্ছে।
৯. ‘গোল্ডেন মর্নিং’
ফটোগ্রাফার-ওয়েঙ সাঙ
স্থান- মায়ানমার
সকালের সোনালী সূর্যের আলোতে মায়ানমার।
সূত্র ও ছবিঃ ন্যাশনাল জিওগ্রাফি
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)