ছবিটি সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনে আরেকটু মনযোগী হলে আরও ভাল হতে পারতো। ISO আরেকটু বাড়িয়ে নেওয়া যেত। ফোকাসটা আরেকটু ক্লিয়ার হলে ছবিটা অসম্ভব সুন্দর হতো। ফেইসের টেক্সচার আর কনটেস্ট এর কম্বিনেশনে ফেইস স্মুথনেস ঠিক থাকতো। এসকল পোর্ট্রেইট সাধারণত সাদাকালোতে বেশি সুন্দর লাগে। চাইলে সাদাকালো ছবিও করা যেতে পারে।